Thursday, August 21, 2025

বিদেশ সফরে ব্যস্ত মোদি। বিরোধীদের বারবার দাবির পরেও তিনবারের প্রধানমন্ত্রীর নজর পড়েনি মণিপুরের দিকে। ফের আগুন জ্বলল সেই মণিপুরে। কুকি-মেইতি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ছয় স্থানীয় মানুষের। দুপক্ষের মাঝে পড়ে কার্যত হিমসিম খায় মণিপুর পুলিশ ও কেন্দ্রের যৌথ বাহিনী। এলাকায় গিয়ে হামলার মুখে পড়ে কোনওমতে প্রাণ বাঁচায় তাঁরা। এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানায় পুলিশ।

জিরিবাম জেলায় নতুন করে আগুন ছড়িয়েছে শুক্রবার। রাতের অন্ধকারে একটি বাড়িতে কুকি সম্প্রদায়ের রকেট হামলায় এক বৃদ্ধের প্রাণ যায়। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামলাতে বিষ্ণুপুর থানার পুলিশের বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তাঁরাও আক্রান্ত হয়। ইতিমধ্যেই কুকি ও মেইতি দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। সেখানেই নিরুপায় হয় আটকে পড়ে পুলিশ। পরে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

পরে সাংবাদিক বৈঠক করে মণিপুর পুলিশ দাবি করে চূড়াচাঁদপুর জেলায় জঙ্গিদের তিনটি বাঙ্কার দখল করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। উদ্ধার হয় অস্ত্র। সেই সঙ্গে জারি রয়েছে জঙ্গিদের অনুসন্ধানে পুলিশের চিরুনি তল্লাশি। যদিও বাস্তব ছবি তেমন কথা বলছে না। শুক্রবার থেকে শনিবারও এক নাগাড়ে লড়াই জারি রয়েছে কুকি-মেইতি দুপক্ষের। এর আগে জিরিবাম জেলার হমার, থাডোউ, পইতে ও মিজো উপজাতির মানুষও প্রশাসনের শান্তি বৈঠকে নেওয়া নীতি মানতে সম্মত হয়েছিল। পরে একাধিক গোষ্ঠী সেই নীতি না মানার সিদ্ধান্ত নেয়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version