নিম্নচাপের জেরে আগামী সোমবার থেকে রাজ্যে বাড়বে বৃষ্টি !

পুজোর আগে দুর্যোগের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। সাগরে ফুঁসছে নিম্নচাপ। সোমবার থেকে দক্ষিণে জেলায় বাড়বে বৃষ্টি, উত্তরেও দুর্যোগের সম্ভাবনা। সপ্তাহান্তে ঝলমলে আকাশে ভ্যাপসা গরম বাড়বে। শনি রবিতে বৃষ্টি নেই। তবে সোম এবং মঙ্গল এই দুদিনেই নিম্ন চাপের অতি সক্রিয়তায় উপকূলবর্তী এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস (Weather Forecast) দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

লা নিনার জন্য পুজোর সময় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও এত আগে থেকে দুর্গাপুজোর দিনে আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কিত সঠিক পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলেই মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। শনিবার সকাল থেকেই চড়া রোদের সঙ্গে আপেক্ষিক আর্দ্রতায় অস্বস্তি বাড়ছে দক্ষিণবঙ্গে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রিতে। সোম এবং মঙ্গলবার বৃষ্টিপাত বাড়তে পারে।সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়াতে। মঙ্গলে দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। আগামী দু’দিন অর্থাৎ রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে উর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। সপ্তাহের শুরুতে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা।