‘আসি’- সমাজমাধ্যমে এক শব্দের সুইসাইড বার্তা! কলকাতা পুলিশের তৎপরতায় প্রাণরক্ষা মহিলার 

আর জি কাণ্ডের জেরে যখন কলকাতা পুলিশকে (Kolkata Police) সমাজমাধ্যমে তুলোধোনা করে চলেছে বিরোধী সহ নাগরিক সমাজের একাংশ, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক শব্দের সুইসাইড বার্তা থেকে বিপদের আঁচ করে মহিলার প্রাণ বাঁচালেন লালবাজারে অফিসাররা।

শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক মহিলার একটি পোস্ট পুলিশের নজরে আসে, যেখানে লেখা ছিল ছোট্ট একটা শব্দ ‘আসি’। সন্দেহ হয় অফিসারদের।সম্ভাব্য বিপদের আশঙ্কা করে ওই মহিলার খোঁজ করতে শুরু করেন তাঁরা। জানা যায় মহিলা বারাকপুর পুলিশ কমিশনারেট (Barrackpore Police Commissionerate) এলাকার বাসিন্দা। কলকাতা পুলিশের তরফের দ্রুত বারাকপুর পুলিশকে পদক্ষেপ করার কথা বলা হয়।। এরপর লোকাল থানা থেকে পুলিশকর্মীরা ওই মহিলার বাড়ি পৌঁছে যান। জানা যায় আত্মহত্যা করতে ওই মহিলা বিষাক্ত কিছু খেয়ে নিয়েছেন। দ্রুত তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। সমাজ মাধ্যমে এই পুরো ঘটনার কথা শেয়ার করেছে কলকাতা পুলিশ। আর জি করের ঘটনার পর যেভাবে সোশ্যাল মিডিয়ার নানা পোস্টে পুলিশ কর্মীদের অপমান করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুলিশের এই মানবিক রূপ প্রমাণ করে দিল যে এত অপপ্রচার, কুৎসার পরেও নিজেদের কর্তব্যে অবিচল লালবাজার।


Previous articleশিলিগুড়িতে ভূমিকম্প! আতঙ্কিত ডুয়ার্সবাসী 
Next articleনিম্নচাপের জেরে আগামী সোমবার থেকে রাজ্যে বাড়বে বৃষ্টি !