উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে গ্রামে গ্রামে বিতর্কিত সাইনবোর্ড ঘিরে চাঞ্চল্য তুঙ্গে

বেনজির ঘটনা! উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের গ্রামে গ্রামে বিতর্কিত সাইনবোর্ডের ছড়াছড়ি। কী লেখা হয়েছে সেই সাইনবোর্ডে? লেখা হয়েছে, গ্রামে প্রবেশ করতে পারবেন না অহিন্দু, রোহিঙ্গা মুসলিম এবং হকাররা। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই সাইনবোর্ড ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

রুদ্রপ্রয়াগে প্রতিবছর বহু পুণ্যার্থী যান। সেই রুদ্রপ্রয়াগেই অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার ডাক। জানা গিয়েছে, রুদ্রপ্রয়াগের বহু গ্রামে এই একই ধরনের সাইনবোর্ড পড়েছে। স্থানীয় গ্রামসভার নামে এই সাইনবোর্ডগুলি দেওয়া হয়েছে।

এই সাইনবোর্ড কাণ্ডের তীব্র নিন্দা করেছে স্থানীয় মুসলিম সংগঠনগুলি। স্থানীয় প্রশাসন দ্রুততার সঙ্গে এ নিয়ে পদক্ষেপ করছে। রুদ্রপ্রয়াগ পুলিশ স্বীকার করে নিয়েছে, এই ধরনের সাইনবোর্ড কিছু গ্রামে পড়েছে। ইতিমধ্যেই বহু সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। বাকিগুলি সরানোর কাজ চলছে।
 

Previous articleড্যামেজ কন্ট্রোলে আজ ফের কলকাতায় ‘অভয়া’ ক্লিনিক!
Next articleআর জি কর ইস্যুতে প্রশাসনিক পদক্ষেপে ‘দেরি’, রাজ্যসভা-রাজনীতি থেকে পদত্যাগ জহরের!