Monday, December 1, 2025

Justice for Konnagar: ‘বিনা চিকিৎসায়’ যুবকের মৃত্যুর প্রতিবাদে মিছিল-মানববন্ধন

Date:

Share post:

জাস্টিস ফর আর জি কর-এর দাবির মধ্যেই এবার আওয়াজ উঠল ‘জাস্টিস ফর কোন্নগর’ (Justice for Konnagar)। আর জি কর হাসপাতালে (R G Kar Madical College And Hospital) বিনা চিকিৎসায় কোন্নগরের যুবকের মৃত্যুর প্রতিবাদে রবিবার রাতে পথে নামলেন কয়েক হাজার মানুষ। কারও হাতে মোমবাতি, আবার কারও হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট। কোন্নগর ডি ওলডি মোড়ে জিটি রোড সংলগ্ন এলাকার আলো নিভিয়ে হাতে মোমবাতি নিয়ে কয়েকশো মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ২০ মিনিট ধরে চলে এই প্রতিবাদ।শুক্রবার কোন্নগরের আহত যুবক বিক্রম ভট্টাচার্যের আর জি কর হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বিক্রমের মা বুকফাটা কান্নায় প্রশ্ন তুলেছিলেন, ডাক্তারদের কর্মবিরতি আন্দোলনের জন্য আর কত মায়ের কোল খালি হবে? সন্তানহারা মায়ের দাবি, তাঁর ছেলের মৃত্যুর যেন বিচার হয়।আর কোন্নগরের বিক্রমের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে যখন সকলে সরব, তখনই আবার বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনার কথা সামনে এসেছে রিষড়ায়। এসএসকেএম হাসপাতালে রাজীব বিশ্বাস নামে রিষড়ার যুবক পরিষেবা না পেয়ে মারা যান বলে অভিযোগ। এই ঘটনার পরে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ঝড় ওঠে সোস্যাল মিডিয়ায়। ভাইরাল হতে থাকে Justice for Konnagar দাবি।

রবিবার কোন্নগর নাগরিক সমাজের পক্ষ থেকে হাতে মোমবাতি জ্বালিয়ে আর মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে মানববন্ধন প্রতিবাদ কর্মসূচি পালন হয়। যেখানে প্রতিবাদীদের সুর ওঠে তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলন চলছে, চলুক। চিকিৎসকরা আন্দোলনের পাশাপাশি কর্মজীবনে ফিরে আসুন। কারণ বহু সাধারণ মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন।

এদিনের মানব বন্ধন কর্মসূচি থেকে মামনি দাস বলেন, আর জি করে তরুণী ডাক্তারের সঙ্গে যে জঘন্য ঘটনা ঘটেছে প্রথম দিন থেকেই আমরা তার প্রতিবাদ জানিয়েছি। দোষীর ফাঁসির দাবি জানিয়েছি। কিন্তু এখন দেখতে পাচ্ছি ডাক্তারবাবুরা প্রতিবাদ জানতে গিয়ে যে কর্মবিরতি পালন করছে তার জন্য সাধারণ মানুষের বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। ডাক্তাররা তাদের প্রতিবাদ করছেন করুন। সবাই প্রতিবাদ করছে। কিন্তু তাঁদের প্রতিবাদের কারণে কেনো অন্য মায়ের কোল খালি হবে? গরিব মানুষরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যেতে পারে না। তাঁদের ভরসা সরকারি হাসপাতাল। তাই সাধারণ অসহায় মানুষ যেন সরকারি হাসপাতালে গিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে তাঁরা যেন সঠিক চিকিৎসা পান। তাই ডাক্তারদের করজোড়ে নিবেদন তাঁরা প্রতিবাদের সাথে সাথে যেন কাজে যোগ দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেন।

আবার একই দিনে বিক্রম ভট্টাচার্যের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে জাস্টিস ফর কোন্নগর দাবি নিয়ে কোন্নগর চলচ্চিত্র মোড়ে কয়েক হাজার মানুষ মশাল মিছিল করে চিকিৎসা পরিষেবা দেওয়ার আবেদন জানানো হয়। এছাড়াও নাগরিক সমাজ আগামী দিনেও জাস্টিস ফর কোন্নগর দাবি নিয়ে পথে থাকবে বলেও জানায়।










spot_img

Related articles

পিছোল এসআইআর-এর সময়সীমা! ‘তাড়াহুড়ো’র বিরোধীতা করে কমিশনকে আক্রমণ চন্দ্রিমা–পার্থর

এসআইআর প্রক্রিয়ার নির্ঘণ্ট নিয়ে তীব্র রাজনৈতিক চাপানৌতনের মধ্যে অবশেষে এক সপ্তাহ পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ-সহ গোটা...

এসআইআর বড় বালাই! ৭০ বছর বয়সে ‘বাবা’ হলেন লালগোলার নূরাল শেখ

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) চলতেই এক অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দুতে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম...

ব্যাটিংয়ে প্রতিরোধ প্রোটিয়াদের, জয়ের মধ্যেও ভারতের চিন্তা বোলিং

রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানে জয় পেল ভারত(India vs South Africa)। ভালো ব্যাটিং করলেও...

বিজেপি রাজ্য সভাপতির সোশ্যাল মিডিয়া পোস্টে ‘লাইক’ করলেন কোন তৃণমূল নেতা!

বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতা কর্মীদের এসআইআর ইস্যু নিয়েই মাঠে নামিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে তৃণমূল নেতৃত্ব। বুথ স্তরের...