তেল ভরিয়ে বিল না মিটিয়ে, পেট্রোল পাম্পের এক কর্মীকেই পিষে মারার অভিযোগ উঠল পিকআপ ভ্যানের (Pickup Van)চালকের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শান্তিপুরের কন্দখোলা এলাকায়। তড়িঘড়ি আহত কর্মীকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়ির চালক পলাতক।
এই ঘটনাকে কেন্দ্র করে পেট্রোল পাম্পের (Petrol Pump) কর্মীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। মৃত যুবকের নাম বিশ্বজিৎ। মৃত যুবক শান্তিপুর থানার কন্দ খোলা এলাকার বাসিন্দা ছিলেন। পেট্রোল পাম্পের এক কর্মী জানান, শনিবার গভীররাতে একটি পিকআপ ভ্যান তেল ভরতে আসে। ফুল ট্যাঙ্ক তেল ভরে। কিন্তু টাকা না দিয়ে চলে যাওয়ার সময় গাড়িটিকে আটকান কর্মী বিশ্বজিৎ। আর তখনই তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন চালক।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল পেট্রোল পাম্পের (Petrol Pump) CCTV ফুটেজ। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে মাঝরাতে পাম্পে এসে দাঁড়াল একটি পিকআপ ভ্যান। তেল ভরার পর পাম্প কর্মীকে টাকা দিতে অস্বীকার করে চালক। তখন চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু কর্মী বিশ্বজিৎ টাকা নেওয়ার বিষয়ে নাছোড় হন। বাধা পেতেই গাড়ি না থামিয়ে পাম্প কর্মী বিশ্বজিৎকে পিষে দেয় চালক। এবং গাড়িতে করে বেশ কিছুটা টেনে হিঁচড়ে নিয়ে যায় ঘাতক গাড়িটি। এখন পর্যন্ত অধরা ঘাতক গাড়ির চালক।













মর্মান্তিক: বিল না মিটিয়ে পেট্রোল পাম্পের কর্মীকেই পিষে মারল পিকআপ ভ্যান!
Date:
Share post:

