Thursday, January 15, 2026

জাতিদাঙ্গার জের! ফের অগ্নিগর্ভ মণিপুর, মোতায়েন বাড়তি সেনা

Date:

Share post:

ফের অগ্নিগর্ভ হতে শুরু করেছে মণিপুর৷ শুক্র ও শনিবার পরপর দুদিনই মণিপুরের বিভিন্ন প্রান্ত থেকে জাতিদাঙ্গার খবর পাওয়া গিয়েছে৷ শুক্রবার রকেট লঞ্চারের হামলায় বিষ্ণপুরে মৃত্যু হয়েছিল এক সাধারণ অধিবাসীর৷ এর ২৪ ঘন্টার মধ্যেই শনিবার জিরিবাম জেলায় অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন ৬ গ্রামবাসী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে প্রশাসনের তরফে৷ একইসঙ্গে শুরু করা হয়েছে ড্রোন এবং হেলিকপ্টার নজরদারি৷ এই পরিস্থিতিতে রাজ্যপাল এল আচার্যের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং৷ সূত্রের দাবি, গোটা রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন দুজনে৷ এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দুজনেই, রবিবার দাবি জানানো হয়েছে মণিপুর প্রশাসন সূত্রে৷

উল্লেখ্য, মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপির বিধায়কদের মধ্যেই তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ মণিপুরে মোতায়েন থাকা কেন্দ্রীয় সেনা কোনও কাজের নয়, তাঁরা আইন শৃঙ্খলা রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ, এই অভিযোগে সোচ্চার হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে মণিপুর থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাজ্যের বিজেপি বিধায়ক, মুখ্যমন্ত্রীর জামাই রাজকুমার ইমো সিং৷ তাঁর এই চিঠিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মাঝেই মণিপুরের বিভিন্ন প্রান্তে ফের মাথা চাড়া দিয়েছে জাতিদাঙ্গা৷

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...