Thursday, December 18, 2025

বেড়েছে নিরাপত্তা, সুপ্রিম নির্দেশে ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ মুখ্যসচিবের

Date:

Share post:

সব দিক থেকেই নিরাপত্তা বাড়িয়ে চিকিৎসকদের কাজের পরিবেশ তৈরি করেছে প্রশাসন। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ। চিকিৎসকদের প্রয়োজন মতো নিরাপত্তা দেওয়ার জন্য আলোচনার অবকাশ রয়েছে বলেও জানান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

সোমবার আর জি কর মামলার দ্বিতীয় শুনানিতে ফের সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানান। প্রধান বিচারপতি পর্যবেক্ষণে জানান পরিষেবা দেওয়ার দায়িত্বে থাকা চিকিৎসকরা নিজেদের দায়িত্ব থেকে সরে যেতে পারেন না। সেক্ষেত্রে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যও নির্দিষ্ট পদক্ষেপের নির্দেশ বাংলার প্রশাসনকে দেওয়া হয়। সেই সঙ্গে সেগুলি নির্দিষ্টভাবে পালন হয়েছে কিনা সেই বিষয়ে নজর রাখতে পুলিশকে নির্দেশ দেন।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানান মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি বলেন, নিরাপত্তার সব রকম ব্যবস্থা করলে রাজ্যসরকার। শৌচালয় থেকে সিসিটিভি, সব দিক বিচার করেই নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাজ্যের মানুষের পরিষেবার যে ক্ষতি হয়েছে, তা আরও দীর্ঘায়িত না করে চিকিৎসকদের কর্তব্য পালনের অনুরোধ করেন তিনি। রাজ্য প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়, যে কোনওভাবে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসন। নিরাপত্তা বাড়ানো ও বদলের পরিকল্পনা নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের থেকে যে কোনও ধরনের পরামর্শ নেওয়ার জন্যও প্রসাশনের দরজা খোলা রয়েছে বলে জানান তিনি।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার দাবি করেন, সক্রিয়ভাবে নিরাপত্তা বাড়ানোর কাজ করা হয়েছে। সেই সঙ্গে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনায় দ্রুত পদক্ষেপেরও আশ্বাস দেওয়া হয়। ইতিমধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা, সিসিটিভি, আলো সহ বেসরকারি নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। কাজে ফেরার উপযুক্ত পরিবেশ রয়েছে এমন আশ্বাস দিয়ে মুখ্যসচিব জানান, প্রশাসনের বিশ্বাস চিকিৎসকরা তাঁদের অনুরোধ রেখে কাজে ফিরবেন। কারণ চিকিৎসকরাও জানেন তাঁরা পরিষেবা দেওয়ার কাজেই যুক্ত রয়েছেন।

spot_img

Related articles

মাঝআকাশে টায়ার ফেটে কোচিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

বৃহস্পতিবার মাঝআকাশে ফাটল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের টায়ার। যান্ত্রিক ত্রুটির কবলেও পড়ে বিমানটি। যাত্রী নিরাপত্তার কথা ভেবেই পাইলট...

মুস্তাফিজুরের পুরো মরশুম খেলা নিয়ে প্রশ্ন, পাথিরানাকে নেওয়াও ঝুঁকিপূ্র্ণ সিদ্ধান্ত!

মোটা অঙ্কের টাকা নিয়েই নিলামে নেমেছিল কেকেআর(KKR)। ফলে মিনি নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে নিতে দেদার হাতে খরচ করেছেন...

বাংলা সব ধর্মকে সম্মান করে: ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রীর, দিলেন ভালো থাকার টিপস্

বাংলা সব ধর্মকে সম্মান করে। তবু কেউ কেউ রাজ্যকে বদনাম করার চেষ্টা করেন। বৃহস্পতিবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন...

২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য যে...