Sunday, December 7, 2025

আরজি করে কেন্দ্রীয় বাহিনীর জন্য সবরকমের ব্যবস্থার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

আরজি কর কাণ্ডের পর, স্বাধীনতা দিবসের আগের রাতে ঘটনাস্থলের কাছে তছনছ করে দুষ্কৃতীরা।এরপরই হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।যদিও সোমবার দেশের সর্বোচ্চ আদালতে সিবিআই অভিযোগ করে, সেই বাহিনীকে ঠিকমতো মোতায়েন করা, কাজে লাগানো এবং মহিলা জওয়ান সহ অন্য জওয়ানদের সঙ্গে রাজ্য সহযোগিতা করছে না।রাজ্যের আইনজীবী কপিল সিবাল স্পষ্ট জানান, এই অভিযেগ মোটেই ঠিক নয়।রাজ্য বাহিনীর জন্য সবরকমের ব্যবস্থা করেছে।এরপরেও শীর্ষ আদালত এদিন দুপুরের মধ্যে রাজ্যকে বাহিনী মোতায়েনের বিষয়ে সতর্ক করে দিয়েছে।সুপ্রিম কোর্ট রাজ্যকে জানিয়েছে, আরজি কর হাসপাতালের ভিতরে এবং প্রয়োজনে খুব কাছাকাছি সিআইএসএফ জওয়ানদের থাকার ব্যবস্থা করতে হবে। জওয়ানদের মধ্যে অনেক মহিলা আছেন, তাদের জন্য সুবন্দোবস্ত করতে হবে।

সোমবার সুপ্রিম কোর্টে সিবিআই কেন্দ্রীয় বাহিনীর থাকার বিষয়টি গোচরে আনে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, তিন কোম্পানি মহিলা বাহিনী রয়েছে।অথচ তাদের পর্যাপ্ত থাকার ব্যবস্থা করা হয়নি। প্রতিদিন তাদের হাসপাতালে যেতে-আসতে প্রায় দু-ঘণ্টা সময় ব্যয় হয়। যদিও রাজ্য সেকথা মানতে চায়নি।সিবাল বলেন, রাজ্য পর্যাপ্ত ব্যবস্থা করেছে।দুপক্ষের বক্তব্য শোনার পর, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, সিআইএসএফের জন্য প্রয়োজনীয় সামগ্রী আজকের মধ্যেই ব্যবস্থা করতে হবে। দ্রুত এই নির্দেশ কারযকর করতে বলা হয়েছে।











 

Related articles

কলকাতা ম্যারাথনের মুখ কেনি বেডনারেক, রাজপথে দৌড়াবেন জীবন যুদ্ধে জয়ীরাও

বিগত ৯ বছর ধরেই শীতের কলকাতার মেগা ইভেন্টের নাম টাটা স্টিল ম্যারাথন(kolkata marathon)। আগামী ২১ ডিসেম্বর কলকাতার রাজপথে...

ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করেই এগোতে চায় হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স

মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু বেঙ্গল সুপার লিগ। তার আগে শনিবার  হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স দলের(Howrah Hooghly Warriors )জার্সি...

সুন্দরবনের ধাঁচে বিশেষ জাল এবার ডুয়ার্সে! চিতাবাঘ-আতঙ্কে নতুন উদ্যোগ বন দফতরের

চিতাবাঘ-মানুষ সংঘাত রুখতে অভিনব পদক্ষেপ নিল বন দফতর। সুন্দরবনের মতোই এবার ডুয়ার্সের চা-বাগান ঘেঁষা গ্রামগুলিকে বিশেষ জাল দিয়ে...

ড্রোন শোয়ে নয়া আকর্ষণ গঙ্গাসাগর মেলায়! প্রস্তুতি পরিদর্শনে দুই মন্ত্রী

৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এবারের মেলা শুধু আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু নয়, প্রযুক্তি ও ঐতিহ্যের এক...
Exit mobile version