জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় শুরু হল দুর্গাপুর উৎসবের তৃতীয় বর্ষ। এই উৎসব চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। দুর্গাপুরের সাংস্কৃতিক ঐতিহ্য, আধুনিকতার ছোঁয়া এবং জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা—সবমিলিয়ে এবার উৎসবের আকর্ষণ আরও বেশি।
শুক্রবার সন্ধ্যায় উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের তিন মন্ত্রী—অরূপ বিশ্বাস, মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার। তাদের হাত ধরেই প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা হয় এই বর্ণাঢ্য আয়োজনের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলাশাসক পান্নাভলম এস এবং পুলিশ কমিশনার সুনীল চৌধুরি। দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উৎসবে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা যেমন তাঁদের প্রতিভা তুলে ধরবেন, তেমনই জনপ্রিয় সংগীতশিল্পীরা মঞ্চ মাতাবেন বলে জানা গেছে। উৎসব কমিটি আশা করছে, প্রতিবারের মতোই এবারও দুর্গাপুর উৎসব বিপুল সংখ্যক মানুষের ভিড় টানবে এবং স্থানীয় সংস্কৃতিকে আরও বেশি করে তুলে ধরবে।
আরও পড়ুন- ঘরের মাঠে লিগের ম্যাচ ফেরানোর উদ্যোগ, চ্যাম্পিয়ন বাংলা দলকে সংবর্ধনা বাগানের
_
_
_
_
_
_
_
