একা সোনালি খাতুন নয়। লড়াইটা অন্যায়ভাবে বাংলাদেশে পুশ ব্যাক করে দেওয়া সব বাঙালির জন্য। সোনালির লড়াই প্রমাণ করেছে এইসব পুশ ব্যাক বেআইনি। এবার সেই হাতিয়ারেই সুইটি বিবি (Sweety Bibi) ও তাঁর দুই সন্তানকে ভারতে ফিরিয়ে আনার লড়াই চালানো হবে, দাবি তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের।
শনিবার শেষ পর্যন্ত নিজের ঘরে ফিরেছেন সোনালি খাতুন। যদিও তাঁর স্বামী দানিস শেখ ও প্রতিবেশী সুইটি বিবিকে এখনও ভারতে ফেরানো যায়নি। সেই চ্যালেঞ্জ নিয়ে তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম দাবি করেন, সোনালি খাতুনের বাড়ি ফেরা বাংলা-বিরোধী জমিদারদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রথম ধাপ। দ্বিতীয় সংঘর্ষ অপেক্ষা করছে সুইটি বিবি ও তাঁর দুই সন্তানকে ফেরানো, যাঁরা এখনও বাংলাদেশে (Bangladesh) আটকে রয়েছে।
শনিবার সোনালিকে পৌঁছে দিতে মুরারইয়ের পাইকরের গ্রামে গিয়েছিলেন সাংসদ সামিরুল। সেখানেই তিনি দেখা করেন সুইটি বিবির পরিবারের সঙ্গে। এই প্রসঙ্গে সামিরুল জানান, মুরারইতে সুইটির পরিবারের সঙ্গে দেখা করলাম, সেই সঙ্গে তাঁর আরেক নাবালক সন্তানের সঙ্গে দেখা হল। সোনালির ফিরে আসায় তারা যেমন খুশি, কিন্তু তাঁদের সেই হাসি খুব তাড়াতাড়ি মুছে যাচ্ছে সুইটির কথা ভেবে, যে এখনও ফেরেনি। তার সঙ্গে সোনালির স্বামীও রয়েছে বাংলাদেশ থেকে প্রত্যাবর্তনের অপেক্ষায়।
আরও পড়ুন : হাসপাতালের বেডে শুয়ে সন্তানের অপেক্ষায় সোনালি: প্রকাশ করলেন সুপ্ত ইচ্ছা
বাংলার মানুষকে বাংলাদেশী দাগিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে তাঁদের যেভাবে হেনস্থা করছে বিজেপি তার পাল্টা এই বেআইনিভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সকলকে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই লড়াইতে সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের আইনজীবী সঞ্জয় হেগড়ে, কুণাল চট্টোপাধ্যায় ও রঘুনাথ চক্রবর্তীকে ধন্যবাদ জানান সামিরুল। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে লড়াই চালিয়ে যাওয়ার শপথ নেন।
If the return of Sunali Khatun marked the first phase of our legal battle against the Bangla-Birodhi zamindars, the second phase of the struggle awaits for Sweety Biwi and her two minor sons, who are still in Bangladesh.
Today, I met Sweety’s family members in Murarai along with… pic.twitter.com/0ZjTDryHfh
— Samirul Islam (@SamirulAITC) December 6, 2025
–
–
–
–
