Monday, August 25, 2025

২০২৫ আইপিএল-এর আগে নিলামে সবার চোখ থাকবে রোহিতের দিকে, মত পাঠানের

Date:

২০২৫ আইপিএল-এর আগে বসতে চলেছে বড় নিলাম। বহু ক্রিকেটারের বদল হতে চলেছে তাদের দল। আর এই নিলামে নাকি সব থেকে নজর থাকবে এক ক্রিকেটারের দিকে। তিনি আর কেউ নন, তিনি হলেন রোহিত শর্মা। এমনটাই মত ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের। তাঁর মতে নিলামে রোহিতকে নিয়ে কাড়াকাড়ি হবে।

এই নিয়ে পাঠান বলেন, “এবারের নিলামে যুদ্ধ হবে। যুদ্ধ। রোহিতকে দলে নেওয়া মানে অতিরিক্ত প্রাপ্তি। সব স্তরে নেতৃত্বের বিশাল অভিজ্ঞতা। সব দলই ওর মতো অধিনায়ককে পেতে চাইবে। রোহিত দলে থাকা মানে একজন সফল ভারতীয় অধিনায়ককে পাওয়া। তাছাড়া ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মও ভাল ভাবে ব্যবহার করতে পারবে। বিদেশি অধিনায়ক হলে ফ্র্যাঞ্চাইজিগুলি তাকে প্রথম একাদশে রাখতে বাধ্য হবে। ভাল ফর্মে না থাকলেও খেলাতে বাধ্য হবে।”

এখানেই না থেমে পাঠান বলেন, “ ব্যাট হাতে রোহিত কী করতে পারে আমরা সকলে জানি। তাই নিলামে সকলের চোখ রোহিতের দিকে থাকবেই। সবাই জানে, রোহিত ফিট থাকলে আগ্রাসী ব্যাটিংই করবে।”

২০২৩ আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্স দলে ঘটে বড় বদল।। রোহিতকে সরিয়ে অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। এরপর বেশ বিতর্ক হয়। দল ভালো পারফরম্যান্সও করতে পারেনি । তখই মনে করা হচ্ছিল দল ছাড়াতে পারেন রোহিত। আর সূত্রের খবর, মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ সম্ভবত ভারতীয় দলের অধিনায়ককে ছেড়ে দেবেন।

আরও পড়ুন- বড় সিদ্ধান্ত, চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার, শাস্তি ইস্টবেঙ্গলকে


Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version