Monday, November 10, 2025

নয় প্রার্থীর জন্য প্রচার করবেন, অন্তর্বর্তী জামিন কাশ্মীরের রশিদকে

Date:

সাংসদ নির্বাচিত হয়ে জামিন পেয়েছিলেন শপথ নেওয়ার জন্য। বিজেপি জমানায় জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে জেলবন্দি ইঞ্জিনিয়ার রশিদ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে সাংসদ হয়েছে। এবার পালা তার দলের কর্মীদের বিধানসভা নির্বাচনে জেতানোর। তাই আদালতের নির্দেশ অন্তর্বর্তী জামিনে মুক্ত হয়ে নির্বাচনী প্রচারে যোগ দিতে পারবেন রশিদ। মঙ্গলবারই এই নির্দেশ দেয় দিল্লির এনআইএ আদালতের বিচারক চান্দের জিৎ সিং।

লোকসভা নির্বাচনে বারামুলা কেন্দ্র থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমন আবদুল্লাকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন ইঞ্জিনিয়ার রশিদ। চলতি মাসের ১৮ তারিখ থেকে বিধানসভা নির্বাচন জম্মু ও কাশ্মীরে। এই নির্বাচনে রশিদের আওয়ামি ইত্তেহাদ পার্টি নয়টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে। এই নয় প্রার্থীর জন্য প্রচার করার অনুমতি চেয়ে আদালতে আবেদন জানান রশিদ। আবেদন মঞ্জুর করে ২ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেয় পাতিয়ালা হাউস কোর্ট। কাশ্মীরের নির্বাচনের ফলাফল বেরোবে ৮ অক্টোবর।

আদালতের এই সিদ্ধান্তের পরে হতাশা প্রকাশ করেছেন ওমর আবদুল্লা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই জামিন মানুষের কাজ করার জন্য দেওয়া হয়নি। সাংসদ নির্বাচিত হওয়ার পরে বারামুল্লার জন্য কাজ করেননি রশিদ। এবার ভোটের প্রচারে আসবেন। কিন্তু মানুষকে পরিষেবা দেওয়ার সময় আবার তিনি থাকবেন না। এটা শুধুই ভোটের ফায়দা তোলার চেষ্টা বলে দাবি ওমর আবদুল্লার।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version