Thursday, November 13, 2025

ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপে লিলুয়ার শুভঙ্কর, আর্থিক সমস্যা মেটালেন TMC যুবনেতা কৈলাস মিশ্র

Date:

Share post:

এশিয়ার বুকে বাংলার নাম উজ্জ্বল করতে মঙ্গলবার রাতেই পাড়ি দিচ্ছেন লিলুয়ার শুভঙ্কর চক্রবর্তী (Subhankar Chakraborty)। লক্ষ্য এশিয়ান ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপ ২০২৪ (Asian Dragon Boat Championship 2024) জিতে নেওয়া। মফস্বলের মধ্যবিত্ত পরিবারের ছেলেটা জলের মাঝে বোট নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। জুন মাসে ঝাড়খন্ডে আয়োজিত প্রতিযোগিতার ট্রায়ালে বাংলার প্রতিনিধিত্ব করে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচিত হন শুভঙ্কর। কিন্তু স্বপ্নের মাঝে বড় বাধা হয়ে দাঁড়ায় আর্থিক দুশ্চিন্তা। হংকংয়ে আয়োজিত এশিয়ান ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপে (আন্ডার ২৪ পুরুষ বিভাগ) অংশগ্রহণের জন্য বিপুল পরিমাণে আর্থিক মূল্য জমা দিতে হবে। নিম্ন মধ্যবিত্ত পরিবার এত টাকা কোথায় পাবে? পাশে দাঁড়ালেন হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট কৈলাস মিশ্র (Kailash Mishra, president howrah sadar TMYC)। এক কথায় সেই মুহূর্তে আর্থিক সাহায্য করেন তিনি। সঙ্গে জানান, প্রয়োজনে তিনি পাশে থাকবেন। কথা রাখলেন শেষ মুহূর্ত পর্যন্ত।

শুভঙ্কর বলছেন, কৈলাস মিশ্র না থাকলে আজ এত বড় স্বপ্ন দেখার সাহস করতে পারতেন না তিনি। ১০ নম্বর গার্ডিনার রোড লিলুয়ার বাসিন্দা চক্রবর্তী পরিবারের ছেলেটা যখন বাংলার মুখ উজ্জ্বল করতে চিনের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশগ্রহণের সুযোগ পেয়েছেন, তখন তাঁর আর্থিক সমস্যা মেটাতে উদ্যোগী হলেন এলাকার মানুষের প্রিয় নেতা তথা হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। কৈলাস মিশ্র নিজের ব্যক্তিগত নম্বর দিয়ে শুভঙ্করের পরিবারের লোকেদের বলেন যে কোন প্রয়োজনে একটা ফোন করলেই তিনি সাহায্য করবেন। সেটা যে শুধুমাত্র কথার কথা ছিল না তা প্রথম দিনেই বোঝা গেছিল। মানুষের পাশে থাকার ব্রত নিয়ে কাজ করে চলা তৃণমূল যুব কংগ্রেসের নেতা মঙ্গলবারও শুভঙ্করের মাকে প্রয়োজনীয় অর্থ সাহায্য করেছেন বলে প্রতিযোগী নিজেই জানান। শুভঙ্কর প্রথমে যাবেন কেরালায়, সেখানে আগামী বেশ কয়েকদিন ট্রেনিং করার পর কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (Cochin International Airport) থেকে উড়ে যাবেন হংকং এর উদ্দেশে। অক্টোবরের ১১ থেকে ১৩ তারিখ অর্থাৎ তিনদিনব্যাপী আয়োজিত হবে এশিয়ান বোট চ্যাম্পিয়নশিপের লড়াই। হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতির সহযোগিতায় এবার ড্রাগনের দেশে বাংলার কীর্তি গড়তে চলেছেন লিলুয়ার শুভঙ্কর।


spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...