Sunday, May 11, 2025

ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপে লিলুয়ার শুভঙ্কর, আর্থিক সমস্যা মেটালেন TMC যুবনেতা কৈলাস মিশ্র

Date:

এশিয়ার বুকে বাংলার নাম উজ্জ্বল করতে মঙ্গলবার রাতেই পাড়ি দিচ্ছেন লিলুয়ার শুভঙ্কর চক্রবর্তী (Subhankar Chakraborty)। লক্ষ্য এশিয়ান ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপ ২০২৪ (Asian Dragon Boat Championship 2024) জিতে নেওয়া। মফস্বলের মধ্যবিত্ত পরিবারের ছেলেটা জলের মাঝে বোট নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। জুন মাসে ঝাড়খন্ডে আয়োজিত প্রতিযোগিতার ট্রায়ালে বাংলার প্রতিনিধিত্ব করে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচিত হন শুভঙ্কর। কিন্তু স্বপ্নের মাঝে বড় বাধা হয়ে দাঁড়ায় আর্থিক দুশ্চিন্তা। হংকংয়ে আয়োজিত এশিয়ান ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপে (আন্ডার ২৪ পুরুষ বিভাগ) অংশগ্রহণের জন্য বিপুল পরিমাণে আর্থিক মূল্য জমা দিতে হবে। নিম্ন মধ্যবিত্ত পরিবার এত টাকা কোথায় পাবে? পাশে দাঁড়ালেন হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট কৈলাস মিশ্র (Kailash Mishra, president howrah sadar TMYC)। এক কথায় সেই মুহূর্তে আর্থিক সাহায্য করেন তিনি। সঙ্গে জানান, প্রয়োজনে তিনি পাশে থাকবেন। কথা রাখলেন শেষ মুহূর্ত পর্যন্ত।

শুভঙ্কর বলছেন, কৈলাস মিশ্র না থাকলে আজ এত বড় স্বপ্ন দেখার সাহস করতে পারতেন না তিনি। ১০ নম্বর গার্ডিনার রোড লিলুয়ার বাসিন্দা চক্রবর্তী পরিবারের ছেলেটা যখন বাংলার মুখ উজ্জ্বল করতে চিনের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশগ্রহণের সুযোগ পেয়েছেন, তখন তাঁর আর্থিক সমস্যা মেটাতে উদ্যোগী হলেন এলাকার মানুষের প্রিয় নেতা তথা হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। কৈলাস মিশ্র নিজের ব্যক্তিগত নম্বর দিয়ে শুভঙ্করের পরিবারের লোকেদের বলেন যে কোন প্রয়োজনে একটা ফোন করলেই তিনি সাহায্য করবেন। সেটা যে শুধুমাত্র কথার কথা ছিল না তা প্রথম দিনেই বোঝা গেছিল। মানুষের পাশে থাকার ব্রত নিয়ে কাজ করে চলা তৃণমূল যুব কংগ্রেসের নেতা মঙ্গলবারও শুভঙ্করের মাকে প্রয়োজনীয় অর্থ সাহায্য করেছেন বলে প্রতিযোগী নিজেই জানান। শুভঙ্কর প্রথমে যাবেন কেরালায়, সেখানে আগামী বেশ কয়েকদিন ট্রেনিং করার পর কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (Cochin International Airport) থেকে উড়ে যাবেন হংকং এর উদ্দেশে। অক্টোবরের ১১ থেকে ১৩ তারিখ অর্থাৎ তিনদিনব্যাপী আয়োজিত হবে এশিয়ান বোট চ্যাম্পিয়নশিপের লড়াই। হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতির সহযোগিতায় এবার ড্রাগনের দেশে বাংলার কীর্তি গড়তে চলেছেন লিলুয়ার শুভঙ্কর।


Related articles

জেলায় জেলায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ দুপুরে বৈঠকে মুখ্যসচিব: সূত্র

সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি (Ceasefire) কার্যকরী হলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এবার বাংলার জেলায় জেলায় নিরাপত্তা...

মাতৃদিবসে গান লিখলেন মমতা, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা-শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর

মাতৃদিবসে (Mother's Day) সব মা'কে শুভেচ্ছা জানিয়ে গান লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথা ও...

অবিলম্বে পাক মুলুকে বন্দি বাংলার জওয়ানকে ফেরানোর দাবি, কেন্দ্রকে ‘চাপ’ কল্যাণের

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (Ceasefire between India and Pakistan) মাঝে পাকিস্তান সেনার হাতে আটক বাংলার জওয়ান পূর্ণম কুমার...

‘বৈভবের ক্রিকেট’, উৎপল সিনহার কলম 

ছাড়ার বল ছাড়োমারার বল মারোএটাই ভদ্রলোকের খেলা ক্রিকেটের আদি আপ্তবাক্য ।এর মানে , ভালো বলকে সম্মান দাও এবং...
Exit mobile version