Thursday, May 8, 2025

ইন্দো-নেপাল ক্যারাটে প্রতিযোগিতায় তৃতীয় সামসেরগঞ্জের সাকিব হোসেন

Date:

কমল মজুমদার , জঙ্গিপুর : নজির গড়লেন সামসেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামের ছাত্র সাকিব হোসেন।ইন্দো নেপাল ক্যারাটে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেন সাকিব হোসেন। দিন দুয়েক আগেই নেপালে অনুষ্ঠিত হওয়া এই ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য পাওয়ায় খুশি সাকিবের বাবা মা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা।

দিন কয়েক আগেই ডাক পেয়ে শিক্ষক ও মায়ের সঙ্গে ক্যারাটে প্রতিযোগিতায় নেপালের উদ্দেশ্যে রওনা দেয় সাকিব। খেলা হয় রবিবার। তাতেই কার্যত বাজিমাত করে সাকিব। প্রথম এবং দ্বিতীয় স্থান ধরে না রাখতে পারলেও নেপালের মতো জায়গায় গিয়ে ক্যারাটে খেলে তৃতীয় স্থান অধিকার করতে পেরে গর্বিত সাকিব হোসেন। ছেলে সাকিবের সাফল্যে খুশি বাবা রাকিব হোসেন। রাকিব হোসেন বলেন, “ছোট্ট থেকেই সাকিব প্রতিভাবান। নেপালে গিয়ে ক্যারাটে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার সত্যিই আমাদের গর্বে বুক ভরিয়ে দিয়েছে। আগামী দিনে আরো ভালো সাফল্য করুক এটাই কামনা করি। ”

এদিকে খেলা শেষে মঙ্গলবার সকালেই বাড়ি ফিরেছে সাকিব। প্রথম, দ্বিতীয় হওয়ার ইচ্ছা থাকলেও তৃতীয় হয়েই আপাতত সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। এবারে সেই সুযোগ হাতছাড়া হলেও, আগামীদিনে ক্যারাটে প্রতিযোগিতায় সেরা উপহার দিতে চান সাকিব।

আরও পড়ুন- কোচ হিসেবে প্রথম টুর্নামেন্টে ব্যর্থই হন মানোলো, ইন্টারকন্টিনেন্টাল কাপে হারের কী বলছেন ভারতের নতুন কোচ?


Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version