Monday, August 25, 2025

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষ (Sandip Ghosh)সহ চারজনকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলো সিবিআই-এর (CBI ) বিশেষ কোর্ট। গত ৩ সেপ্টেম্বর যখন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে আদালতে হাজির করেছিল সিবিআই, তখন কোর্ট চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এমনকি অভিযুক্তকে চড় মারার ভিডিও ভাইরালও হয়েছে। এই কথা মাথায় রেখে সন্দীপদের ‘ভার্চুয়াল’ শুনানির আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সেই আবেদন খারিজ করে দিল আলিপুর আদালত (Alipore Court)।

মঙ্গলবার সিবিআইয়ের আইনজীবী প্রথমে মৌখিকভাবে এবং তারপর লিখিতভাবে ভার্চুয়াল শুনানির কথা বললে বিচারক বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এই ধরনের কোনও আবেদন গ্রাহ্য হবে না। সিবিআইকে পুলিশের সঙ্গে আলোচনা করে নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করতে হবে। নির্দেশ পাওয়ার পরই, শুধু সন্দীপ ঘোষ-সহ এই মামলায় ধৃত তিন অভিযুক্ত সুমন হাজরা, বিপ্লব সিং এবং আফসর আলিকে দুপুর আড়াইটা থেকে তিনটের মধ্যে কোর্টে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়েছে। গার্ডরেল বসিয়ে ব্যারিকেড তৈরি করা হচ্ছে। কোনভাবেই যাতে সাধারণ মানুষ সেখানে পৌঁছতে না পারেন তা নিশ্চিত করতে চাইছে পুলিশ।


Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version