‘সঙ্কটজনক’ ইয়েচুরি, সোশ্যাল মিডিয়ায় বিবৃতি সিপিএমের

নিউমোনিয়া থেকে ইতিমধ্যে শ্বাসনালীতে সংক্রমণ (respiratory tract infection) ছড়িয়েছে। আর এই সংক্রমণের কারণে তাঁকে রাখা হয়েছে আইসিইউতে (ICU)

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা সঙ্কটজনক। শ্বাসপ্রশ্বাসের অসুবিধার কারণে তাঁকে রাখা হয়েছে রেসপিরেটরি সাপোর্টে। ইয়েচুরির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে তৈরি হয়েছে চিকিৎসকদের একটি দল। মঙ্গলবার সিপিএমের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হল।

চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, ইয়েচুরির ফুসফুসে সংক্রমণ থাকায় পরিস্থিতি কখনও ভাল, আবার কখনও আবার খারাপ হচ্ছে। নিউমোনিয়া থেকে ইতিমধ্যে শ্বাসনালীতে সংক্রমণ (respiratory tract infection) ছড়িয়েছে। আর এই সংক্রমণের কারণে তাঁকে রাখা হয়েছে আইসিইউতে (ICU)।

৬ সেপ্টেম্বর ইয়েচুরির শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়। তখনই তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়। যদিও শুক্রবার ফের বিবৃতি দিয়ে জানানো হয় তিনি অপেক্ষাকৃত ভালো রয়েছেন। মঙ্গলবার ফের দলের বিবৃতিতে ইয়েচুরির অবস্থা সঙ্কটজনক বলে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত ২২ আগস্ট সিপিএমের অপর বর্ষীয়ান নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণসভাতে সশরীরে কলকাতায় আসতে পারেননি ইয়েচুরি। হাতাপাতাল থেকেই দিয়েছিলেন ভিডিও বার্তা।