Monday, August 25, 2025

মঙ্গলবারের পরে ফের বুধবার। আর জি কর তথা সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি থেকে নিরস্ত করতে ফের একবার আলোচনার উদ্যোগ নিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নের তরফে পাঠানো মেলের একাধিক ‘ত্রুটি’ তুলে ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে রাজি হননি জুনিয়র চিকিৎসকরা। অচলাবস্থা কাটাতে রাজ্য সরকার যে কোনও পদক্ষেপ নিতেই বাকি রাখবে না, তা বুধবার মুখ্যসচিবের পাঠানো বৈঠকের আমন্ত্রণে ফের একবার স্পষ্ট হল।

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে তাঁদের প্রতিনিধি দলের জন্য সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করেছিলেন মঙ্গলবার। কিন্তু তাতে সাড়া দেননি আন্দোলনরত চিকিৎসকরা। উল্টে নানা ফিকির তুলেছিলেন। দাবি করা হয়, কেন আমন্ত্রণ জানিয়েছেন স্বাস্থ্য সচিব। তাঁর আমন্ত্রণে তাঁরা যেতে পারবেন না। কেন আমন্ত্রণে লিঙ্গভেদ করা হয়েছে চিকিৎসকদের। সেই সঙ্গে যথেষ্ট বিনয়ের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়নি বলেও দাবি করা হয় আন্দোলনরত চিকিৎসকদের তরফে।

যদিও আলোচনায় ইচ্ছুক জানিয়ে ফের ৩.৪৯ মিনিটে নবান্নে মেল করেন আন্দোলনরত চিকিৎসকরা। তারই পাল্টা মুখ্যসচিবের পক্ষ থেকে বুধবার সন্ধ্যা ৬টায় বৈঠকে আমন্ত্রণ জানানো হল জুনিয়র চিকিৎসকদের। চিঠিতে উল্লেখ করা হয়, আলোচনা চেয়ে যে মুক্ত মনের পরিচয় চেয়েছেন চিকিৎসকরা, তাঁর মর্যাদা দিতে জানে প্রশাসন। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে দুপক্ষের আলোচনার উপর গুরুত্ব দেওয়া হয় মুখ্যসচিবের চিঠিতে। চিকিৎসকদের ১২ থেকে ১৫ জনের দলকে আমন্ত্রণ জানানো হয়। আগে মেলের মাধ্যমে সেই তালিকা পাঠিয়ে দেওয়ারও বার্তা দেওয়া হয়।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version