বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কাউন্টডাউন শুরু। ২০২৫-এর মেগা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) সফল করতে বুধবার নবান্নে প্রস্তুতি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই কারণেই আগামী বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব, শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান এবং এমডি-সহ উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ছিলেন রাজ্যের প্রথম সারির কয়েকজন শিল্পপতি, কলকাতা ও জেলার বিভিন্ন বণিকসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ছাড়াও প্রস্তাবিত বেঙ্গল শপিং ফেস্টিভ্যালের বিষয়েও আলোচনা হয়েছে। চলতি মাসেই দুবাইয়ের ধাঁচে ওই উৎসব হওয়ার কথা বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে।