Thursday, August 21, 2025

টুইন টাওয়ারের কঙ্কাল! ২৩ বছর পরে ছবি রয়ে গিয়েছে, নেই শুধু চিত্রগ্রাহক

Date:

২৩ বছর পেরোলেও ১১ সেপ্টেম্বর গোটা বিশ্বের কাছে আজও দগদগে ক্ষত। ভেঙে পড়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারের (Twin Tower) জায়গায় নতুন নির্মাণ হলেও সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবি মনে করিয়ে দিল সেদিনের সেই ভয়াবহ ঘটনাকে। আত্মঘাতী বিমান হানার পরে ধুলোর চাদরে ঢেকে পড়া শহরের মাঝে দাঁড়িয়ে রয়েছে টুইন টাওয়ারের কঙ্কাল।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর। টুইন টাওয়ার মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। সেই ভয়াবহ জঙ্গি হামলার ২৩ বছর পূর্ণ হল বুধবার। প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরপরই ধুলোয় ঢাকা ছবি তোলেন চিত্র সাংবাদিক বিল বিগার্ট (Bill Biggart)। ধুলোয় ঢাকা ধ্বংসস্তূপ, খেলনা বাড়ির মতো ভাঙা কিছু ইমারৎ। কার্ডবোর্ডের মতো গুঁড়িয়ে থাকা টুইন টাওয়ার।

বুধবার সেই ছবিই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। এই ছবি তোলার পরে বা আগেও খোঁজ পাওয়া যায়নি চিত্র সংবাদিক বিলের। পরের দিন ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। সেখানেই তাঁর তোলা এই শেষ ছবি আজও মনে করিয়ে দিচ্ছে সেদিনের ধ্বংসলীলা। ছবি দেখে নেটিজেনরা অনেকেই প্রশ্ন করেছেন, অবধারিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও কীভাবে একজন চিত্র সাংবাদিক এমন ভয়াবহ ছবি ধরে রাখতে পেরেছিলেন।

ভয়ঙ্কর এই ঘটনার ৫ বছর পর ২০০৬ সালে আবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (World Trade Centre) নির্মাণকাজ শুরু হয়। এবং ২০১৪ সালে খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য।বর্তমানে ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের স্মরণে নির্মান করা হয়েছে স্মৃতিসৌধ। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version