Tuesday, January 13, 2026

গিটার -গানে স্বাস্থ্যভবনের বাইরে নিশিযাপন, আন্দোলনকারীরা খাবেন কী? খোঁজ নিলেন স্বাস্থ্যসচিব

Date:

Share post:

সুপ্রিম নির্দেশ অমান্য করে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়ার চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা না করে উল্টে নিজেদের দাবি দাওয়ার লিস্ট বাড়িয়ে স্বাস্থ্যভবনের (Swasthya Bhawan) বাইরে বিক্ষোভ চলছে। আদালত জানিয়েছিল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে। তা না হলে রাজ্য সরকার (Government of West Bengal) কড়া পদক্ষেপ করলে তাতে সুপ্রিম আদালত (Supreme Court) হস্তক্ষেপ করবে না। কিন্তু এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট নমনীয়তার বার্তা দিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছেন। কিন্তু সুপ্রিম কোর্টের পর মুখ্যমন্ত্রীকে অপমান করতে পিছপা হলেন না অবস্থানরত জুনিয়র চিকিৎসকরা। গিটার-গানে স্বাস্থ্যভবনের বাইরে রাত জাগলেন।সরকারের সঙ্গে বিন্দুমাত্র আলোচনা বা কো-অপারেশনের পথে হাঁটলেন না, উল্টে টানা সরকার বিরোধী স্লোগান দিয়ে গেলেন। অথচ যাঁদের পদত্যাগের দাবিতে তাঁরা সরব সেই স্বার্থকর্তারাই নিজে থেকে খোঁজ নিলেন আন্দোলনকারীদের রাতের খাবার রয়েছে কিনা বা তাঁদের কোনও সাহায্যের প্রয়োজন আছে কিনা। ঔদ্ধত্য দেখিয়ে সেই প্রস্তাবও নাকচ করেন বিক্ষোভকারী চিকিৎসকরা।

জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানের মতো এবার স্বাস্থ্য ভবন অভিযানেও রাত জেগে চলছে তাঁদের প্রতিবাদ কর্মসূচি। ভবনের ভিতরে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা-সহ কয়েকজন আধিকারিক। মঙ্গলের রাতে ঠিক যখন স্বাস্থ্য দফতর, স্বাস্থ্য সচিব, অধিকর্তা এমনকি মুখ্যমন্ত্রীকেও স্লোগানে স্লোগানে তুলোধোনা করতে ব্যস্ত চিকিৎসকরা, তখন জুনিয়র ডাক্তারদের রাস্তায় খোলা আকাশের নীচে কোনও অসুবিধে হচ্ছে কিনা বা পর্যাপ্ত জল খাবার ইত্যাদি রয়েছে কিনা এসবের খোঁজ নিলেন স্বাস্থ্য ভবনের কর্তাব্যক্তিরাই। এর আগে বৈঠকের ডাক এসেছিল নবান্ন (Nabanna ) থেকে। অপেক্ষা করছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু সেই ডাক ফেরান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। রাত পেরিয়ে সকালেও চলছে অবস্থান বিক্ষোভ।


spot_img

Related articles

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...

T20 WC: ভারতের নিরাপত্তা নিয়ে ভিত্তিহীন প্রচার, বাংলাদেশের দাবি খারিজ করল আইসিসি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) যত এগিয়ে আসছে ততই  বিতর্ক বাড়ছে  বাংলাদেশকে (Bangladesh) নিয়ে। সোমবার সারা দিন সরগরম...

নৃতাল ছন্দ ডান্স সেন্টার: বেলঘরিয়ায় উৎসব! নৃত্যের ছন্দে তিন দশকের পথচলা

জীবনের প্রতিটি বাঁকে যেমন ছন্দ লুকিয়ে থাকে, তেমনই নাচ-গান-কবিতা-নাটকের পথে সেই ছন্দকে আঁকড়ে ধরে তিন দশক পার করল...

কবে আবার Gym look পোস্ট? দিন জানালেন অভিষেক

ছিপছিপে চেহারা। অসম্ভব ফিটনেস। একটানা গাড়ির উপর দাঁড়িয়ে করতে পারেন র‍্যালি। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব অর্থেই...