Tuesday, November 11, 2025

গিটার -গানে স্বাস্থ্যভবনের বাইরে নিশিযাপন, আন্দোলনকারীরা খাবেন কী? খোঁজ নিলেন স্বাস্থ্যসচিব

Date:

Share post:

সুপ্রিম নির্দেশ অমান্য করে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়ার চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা না করে উল্টে নিজেদের দাবি দাওয়ার লিস্ট বাড়িয়ে স্বাস্থ্যভবনের (Swasthya Bhawan) বাইরে বিক্ষোভ চলছে। আদালত জানিয়েছিল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে। তা না হলে রাজ্য সরকার (Government of West Bengal) কড়া পদক্ষেপ করলে তাতে সুপ্রিম আদালত (Supreme Court) হস্তক্ষেপ করবে না। কিন্তু এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট নমনীয়তার বার্তা দিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছেন। কিন্তু সুপ্রিম কোর্টের পর মুখ্যমন্ত্রীকে অপমান করতে পিছপা হলেন না অবস্থানরত জুনিয়র চিকিৎসকরা। গিটার-গানে স্বাস্থ্যভবনের বাইরে রাত জাগলেন।সরকারের সঙ্গে বিন্দুমাত্র আলোচনা বা কো-অপারেশনের পথে হাঁটলেন না, উল্টে টানা সরকার বিরোধী স্লোগান দিয়ে গেলেন। অথচ যাঁদের পদত্যাগের দাবিতে তাঁরা সরব সেই স্বার্থকর্তারাই নিজে থেকে খোঁজ নিলেন আন্দোলনকারীদের রাতের খাবার রয়েছে কিনা বা তাঁদের কোনও সাহায্যের প্রয়োজন আছে কিনা। ঔদ্ধত্য দেখিয়ে সেই প্রস্তাবও নাকচ করেন বিক্ষোভকারী চিকিৎসকরা।

জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানের মতো এবার স্বাস্থ্য ভবন অভিযানেও রাত জেগে চলছে তাঁদের প্রতিবাদ কর্মসূচি। ভবনের ভিতরে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা-সহ কয়েকজন আধিকারিক। মঙ্গলের রাতে ঠিক যখন স্বাস্থ্য দফতর, স্বাস্থ্য সচিব, অধিকর্তা এমনকি মুখ্যমন্ত্রীকেও স্লোগানে স্লোগানে তুলোধোনা করতে ব্যস্ত চিকিৎসকরা, তখন জুনিয়র ডাক্তারদের রাস্তায় খোলা আকাশের নীচে কোনও অসুবিধে হচ্ছে কিনা বা পর্যাপ্ত জল খাবার ইত্যাদি রয়েছে কিনা এসবের খোঁজ নিলেন স্বাস্থ্য ভবনের কর্তাব্যক্তিরাই। এর আগে বৈঠকের ডাক এসেছিল নবান্ন (Nabanna ) থেকে। অপেক্ষা করছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু সেই ডাক ফেরান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। রাত পেরিয়ে সকালেও চলছে অবস্থান বিক্ষোভ।


spot_img

Related articles

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...