সরকারের তরফ থেকে বারবার সদর্থক পদক্ষেপ। বিভিন্ন শর্ত দিয়ে আলোচনার প্রস্তাব ফেরাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবারের পরে বুধবারেও বৈঠক করতে চেয়ে নবান্ন থেকে (Nabanna) ইমেইল যায় স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত ডাক্তারদের কাছে। কিন্তু সেই প্রস্তাবও ৪ শর্ত দিয়ে ফেরাল জুনিয়র ডক্টর (Junior Doctor) ফ্রন্ট।মুখ্যসচিব মনোজ পন্থের তরফে পাঠানো ই মেইলের লেখা ছিল আন্দোলনকারী ডাক্তারদের ১০ জনের প্রতিনিধিদল সন্ধে ৬টায় নবান্নে গিয়ে বৈঠকে করতে পারেন। এই চিঠি পাওয়ার পরে জি বি মিটিং-এ বসেন আন্দোলনরত চিকিৎসকরা। তার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডক্টর (Junior Doctor) ফ্রন্টের তরফ থেকে কিঞ্জল নন্দ জানান, যে ৪টি শর্ত তাঁদের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই শর্তগুলি না মানা পর্যন্ত পাঁচ দফা দাবি নিয়ে তাঁরা আলোচনায় বসবেন না।

কী কী শর্ত?

- অন্তত ৩০ জনের প্রতিনিধিদল থাকবে বৈঠকে
- নবান্নে যে বৈঠক হবে, স্বচ্ছতা বজায় রাখতে তার লাইভ টেলিকাস্ট করতে হবে
- আন্দোলনকারীরা যে ৫ দফা দাবি জানিয়েছিলেন আগে, সেই দাবিগুলির উপরেই বৈঠকে আলোচনা হতে হবে
- নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে
রাজ্যে ২৬টি মেডিক্যাল কলেজ রয়েছে। সব কলেজের একজন করে প্রতিনিধি বৈঠকে রাখতে চান তাঁরা। এর পাশাপাশি তাঁদের ৫টি দাবি নিয়েই শুধু আলোচনা চান জুনিয়র ডাক্তাররা। দাবিগুলি হল,
চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনার দ্রুত বিচার
দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি
সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে তদন্ত
তথ্য লোপাটের জন্য যাঁরা দায়ী তাঁদের বিরুদ্ধে তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা
স্বাস্থ্যসচিব, ডিএমই, হেল্থ সার্ভিসেসের ডিরেক্টর, কলকাতার পুলিশ কমিশনর বিনীত গোয়েল, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল ইস্তফা

জুনিয়র ডাক্তারদের তরফে কিঞ্জল বলেন, “যে বৈঠকের প্রস্তাব এসেছে, সেই বৈঠকে গেলে আমরা কোনও সিদ্ধান্তে উপনীত হব না। আমরা আবার অবস্থান বিক্ষোভ মঞ্চে ফিরব। যাঁরা এখানে অপেক্ষা করে আছেন, তাঁদের সঙ্গে আলোচনা করে আমরা আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে মতামত পরবর্তী সময়ে জানাব।”

