Thursday, August 28, 2025

শিল্পায়নের লক্ষ্যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নে (Nabanna)রাজ্যের বণিক এবং শিল্পমহলকে নিয়ে আলোচনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে খবর আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই নবান্নের শীর্ষস্তরকে প্রস্তুতি শুরু করার কথা বলা হয়েছে।

চলতি বছর লোকসভা ভোটের কারণে শিল্প সম্মেলনের আয়োজন করা যায়নি। নির্বাচন মিটতেই তৎপর মুখ্যমন্ত্রী। গত বছর সেপ্টেম্বর মাসে রাজ্যে বিনিয়োগ আনার লক্ষ্যেই স্পেন এবং সংযুক্ত আরব আমিরশাহি মিলিয়ে তিন শহরে তিনটি বাণিজ্য সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের মাদ্রিদ থেকে শুরু করে দুবাই পর্যন্ত ছিল এই সফর। শিল্পের জন্য বাংলার মাটি কতটা উর্বর এবং এ রাজ্যে তার সম্ভাবনাময়তার কথা মাদ্রিদে স্পেনের বণিক মহলের সামনে তা তুলে ধরেছিলেন মমতা। বিদেশের শিল্পপতিদেরও বাংলায় বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছিল। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে দেশ বিদেশের একাধিক শিল্পপতিদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। হাতে সময় বেশি নেই, তাই এখন থেকেই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে নবান্নে সেই সংক্রান্ত আলোচনাই হতে চলেছে বলে খবর।


Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version