Saturday, November 8, 2025

টলিপাড়ার যৌন হেনস্থা রুখতে বিশেষ তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর 

Date:

হেমা কমিটির (Hema Committe) আদলে এবার টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও বিনোদুনিয়ার অভিনেত্রীদের যৌন হেনস্থা রুখতে নতুন কমিটি গঠন। মঙ্গলবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) সাক্ষাতের পর এই খবর আসায় অনেকেই মনে করছেন যে ‘অরাজনৈতিক’ কমিটি গঠনের প্রস্তাব নিয়েই মুখ্যমন্ত্রীর (CM) সঙ্গে দেখা করেন টলিউডের ‘ফাটাফাটি’ অভিনেত্রী। নিরাশ করেননি মমতাও।

কিছুদিন আগেই নিজেদের ইন্ডাস্ট্রির যৌন হেনস্থার অভিযোগ তুলে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন ঋতাভরী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। এরপরই সদর্থক পদক্ষেপ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে (Nabanna) বৈঠক সেরে বেরিয়ে অভিনেত্রী জানান, ‘দিদির কাছে হেমা কমিটির ধাঁচের কমিটি তৈরির অনুরোধ করেছিলাম। আমি যখন পাপুয়া নিউ গিনিতে ছিলাম উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আজকে আলোচনা হল।’ ঋতাভরী জানান, এক প্রাক্তন চিফ জাস্টিস, একজন আইনজীবী, এক মনোবিদ-সহ পাঁচ সদস্যের অরাজনৈতিক কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি হেমা কমিটির রিপোর্ট ভাল ভাবে স্টাডি করার জন‌্য পাঁচজন মন্ত্রীকেও দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী বলছেন তাঁর অনুরোধ ছিল যেন সরকারি সদস্য বা ইন্ডাস্ট্রির কেউ এই কমিটিতে না থাকেন। কথা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দল রং নির্বিশেষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, দুই খ‌্যাতনামা প্রযোজকের বিরুদ্ধেও নাকি অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। যদিও ঋতাভরী এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।


Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version