Thursday, August 21, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল আদৌ পাকিস্তানে যাবে কি না সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এই পরিস্থিতিতে ফের বিতর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ বার সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সংঘাতের পথে পাক বোর্ড।যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে পাকিস্তানের অন্দরেই।আগামী বছর আইপিএলের সময়েই পাকিস্তান সুপার লিগ করতে চাইছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড।তাই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, আইপিএলের সময় পাকিস্তান সুপার লিগ চাইছে না দলের মালিকেরা। তাদের স্পষ্ট বক্তব্য, আইপিএলে বিশ্বের সব দেশের সেরা ক্রিকেটারেরা খেলেন।কিন্তু পাকিস্তান সুপার লিগে হাতে গোনা কয়েক জন বিদেশি খেলেন। তাদের মধ্যে অবসরপ্রাপ্তরাও রয়েছেন। ফলে সেই লিগের জনপ্রিয়তা আইপিএলের মতো নয়।

এখন যদি আইপিএলের সময়েই সেই লিগ হয়, সেক্ষেত্রে হাতেগোনা বিদেশিরাও খেলতেন হয়তো মুখ ফিরিয়ে নেবেন।এমনিতেই আইপিএল ও পিএসএলের মধ্যে আর্থিক ফারাক বিস্তর। শুধু আইপিএলের সম্প্রচারের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড যে টাকা পায় তা গোটা পিএসএল থেকে হওয়া রোজগারের কয়েক গুণ। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরাও আইপিএল দেখেন। ফলে একই সময়ে পিএসএল হলে পাকিস্তানেই তা দেখার দর্শক পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে কথা বলছেন দলের মালিকেরা। পাকিস্তানের অনেক প্রাক্তন ক্রিকেটারও বোর্ডের এই পরিকল্পনার সমালোচনা করেছেন।











 

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version