ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামী মরসুমে মেগা অকশন হবে। যদিও বিষয়টি নিয়ে বোর্ডের তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি। কতজন প্লেয়ার রিটেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি, রিটেনশন থাকবে কিনা, রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা যাবে কিনা। এমন নানান প্রশ্ন সামনে এসেছে।রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্স রাখবে কিনা সেটাও প্রশ্ন। কিন্তু রোহিত কি আদৌ মুম্বই ইন্ডিয়ান্সে থাকতে চাইবেন? মেগা অকশনে কি দেখা যাবে আইপিএলের অন্যতম সফল অধিনায়ককে?এটাই এখন লাখ টাকার প্রশ্ন।
আসলে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে রোহিতের মানসিক দূরত্ব যে তৈরি হয়েছে, গত আইপিএলের ঘটনাই তার প্রমাণ। প্রত্যাশিত ভাবেই রোহিতকে রিটেন করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। একই ভাবে গুজরাট টাইটান্সও হার্দিককে রেখেছিল। দু-জনকেই অধিনায়ক হিসেবে রাখা হয়েছিল।রোহিতের আইপিএল ভবিষ্যৎ নিয়ে দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া মনে করছেন, রোহিতকে নিয়ে ব্যাপক টানাটানি হবে।