এমনও হয়! প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করতে এসেছিলেন কিশোরী। কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে লাইনের উপরেই শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। এবার হয়তো ভাবছেন ট্রেন এলেই ভবলীলা সাঙ্গ হবে ওই কিশোরীর। কিন্তু ট্রেন এলো ঠিকই, কিন্তু আত্মহত্যা করা আর হল না! রোমাঞ্চকর এই ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও ওই ঘটনার সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

ঘটনাটি ঘটেছে বিহারের মোতিহারি এলাকায়। প্রেমে ব্যর্থ হয়ে এক কিশোরী এসেছিল আত্মহত্যা করতে। তবে দীর্ঘক্ষণ কোনও ট্রেন না আসায় রেল লাইনে শুয়ে ঘুমিয়ে পড়ে ‘মনভাঙা’ কিশোরী। পরনে চুড়িদার। পিঠে রয়েছে ব্যাগ। সেই মুহূর্তেই ওই রেল লাইনে দিয়ে মোতিহারি থেকে মুজাফফরপুর যাচ্ছিল একটি ট্রেন। দূর থেকে ওই ছাত্রীকে শুয়ে থাকা অবস্থায় দেখতে পান ড্রাইভার। কিন্তু ট্রেনের আওয়াজেও ঘুম ভাঙে না ওই কিশোরীর। সঙ্গে সঙ্গে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান চালক। আপৎকালীন ব্রেক কষেন তিনি। এরপর ট্রেন থেকে নেমে কিশোরীকে ডেকে তোলেন খোদ ট্রেন চালকই। মৃত্যুপণ করে আসা কিশোরী এবার বসে পড়ে রেল লাইনে। ফিরবে না কিছুতেই। ওই অবস্থায় তাঁকে কার্যত কোলপাঁজা করে লাইন থেকে নামিয়ে নিয়ে যান স্থানীয়রা। শেষ পর্যন্ত ওই কিশোরীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

আরও পড়ুন- ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপে লিলুয়ার শুভঙ্কর, আর্থিক সমস্যা মেটালেন TMC যুবনেতা কৈলাস মিশ্র
