Wednesday, August 27, 2025

আন্দোলনে হাওয়া! পামেলার পর জুনিয়র ডাক্তারদের অবস্থানে পাখা হাতে বিজেপি নেত্রী শর্বরী

Date:

তাঁদের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বারবার এই দাবি করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা (Junior Doctor)। বিজেপির (BJP) সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli), কংগ্রেস (Congress) নেতা অধীর চৌধুরী এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul) দেখে “গো ব্যাক” স্লোগান দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার ত্রুটি রাখেননি তাঁরা। কিন্তু একের পর এক ছবি বলছে অন্য কথা। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না আন্দোলনে বিজেপির জেলখাটা যুবনেত্রী পামেলা গোস্বামীকে স্লোগান দিতে দেখার পরেই আরও একটি ছবি ধরা পড়ল। সেইখানে বিজেপি নেত্রী তথা অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায় (Sharbari Mukhopadhyay) হাতপাখা নিয়ে বাতাস করছেন আন্দোলনকারীদের। তাঁকেও তাঁরা বাধাও দিচ্ছেন না। অথচ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) যখন আন্দোলনে রাজনীতি ঢুকে পড়ার অভিযোগ করেছিলেন, তখন কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেন আন্দোলনরত চিকিৎসকরা।নবান্নের তরফ থেকে বারবার ইমেইল করে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া সত্ত্বেও তা এড়িয়ে যাওয়ার পরে বুধবার নবান্ন থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, ডাক্তারদের আন্দোলনে কোথাও কী রাজনীতি ঢুকে পড়েছে? জুনিয়র ডাক্তাররা প্রকাশ্যে সে কথা অস্বীকার করেন। কিন্তু ডাক্তারদের মঞ্চে দেখা গিয়েছে ২০২১ সালে ১৯ ফেব্রুয়ারি মাদক পাচারের অভিযোগে কোকেন-সহ গ্রেফতার হওয়া রাজ্য বিজেপির যুবমোর্চার সম্পাদক পামেলা গোস্বামীকে। তিনি ধর্নায় বসা জুনিয়র ডাক্তারদের খাবার পরিবেশ করছেন। পামেলা ডাক্তারদের অবস্থানে কী করছেন? এই প্রশ্ন যখন সবে মাথাচাড়া দিয়েছে তখনই আরও এক ছবি দেখা গেল। টলিউডের পরিচিত মুখ শর্বরী মুখোপাধ্যায় (Sharbari Mukhopadhyay)। বেশিরভাগ সময়ই নেগেটিভ রোলে দেখা যায় তাঁকে। দক্ষ অভিনেত্রী। সম্প্রতি গেরুয়া শিবিরের নাম লিখিয়ে দলের হয়ে বিক্ষোভ-আন্দোলনে প্রথম সারিতে থাকছেন। সেই শর্বরীকে দেখা গেল গরমে আন্দোলনরত চিকিৎসকদের হাতপাখা দিয়ে হাওয়া করতে। বেশ কিছুটা জায়গা জুড়ে তিনি ঘুরে ঘুরে জুনিয়ার ডাক্তারদের হাওয়া দিলেন।রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে শাসকদল যে অভিযোগ করছে সেটাই কি সত্যি? বিরোধীরা এই আন্দোলনে এভাবেই পিছন থেকে হাওয়া দিচ্ছে! উস্কানি চলছে বলেই সুপ্রিম নির্দেশ অমান্য করে এখনও কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা? চন্দ্রিমা ভট্টাচার্য তাহলে ভুল কী বলেছেন? প্রশ্ন অনেকেরই।










Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version