তরুণীর চোয়ালে ‘কামড়’ কি সঞ্জয়ের? অভিযুক্তের ‘টিথ ইম্প্রেশন’ সংগ্রহে CBI

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রাইয়ের (SanjayRai) ‘টিথ ইম্প্রেশন’ (Teeth Impression) সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মৃতার দেহে অসংখ্য আঘাতের মধ্যে চোয়ালে কামড়ের ক্ষতচিহ্ন মিলেছে। এই পাশবিক অত্যাচারের নেপথ্যে কি অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার? সত্যিটা জানতে এবার ফরেনসিক বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর ইতিমধ্যেই প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সঞ্জয়ের দাঁতের কামড়ের নমুমা নেওয়া হয়েছে। নির্যাতিতার শরীরের ক্ষতচিহ্নের সঙ্গে সংগ্রহ করা কামড়ের ও লালারসের নমুনা মিলিয়ে দেখা হবে। যদিও এর আগে CFSL বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে চিকিৎসক তরুণীর শরীরে কামড়ের দাগ অভিযুক্ত সিভিক ভলান্টিয়রেরই। কিন্তু আরও একবার নিশ্চিত হতে চাইছে তদন্তকারী সংস্থা।

আর জি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের লালারসের নমুনা সংগ্রহ করতে চেয়ে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে দ্বারস্থ হয়েছিল সিবিআই। আদালতের অনুমতি মিলতেই প্রেসিডেন্সি জেল থেকে নমুনা সংগ্রহ করে তা কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের দারস্থ সিবিআই। নির্যাতিতার ডানদিকের চোয়ালে কালশিটে দাগ পাওয়া গিয়েছিল। ময়নাতদন্তের রিপোর্টে দাগটিকে বাইট মার্ক হিসাবে উল্লেখ করা হয়েছিল।এবার সেই দাগ ধৃতের কামড়েই তৈরি হয়েছিল কি না তা নিশ্চিত হওয়া দরকার।


Previous articleআরজি কর হাসপাতালের ধর্নামঞ্চে বোমাতঙ্ক! সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
Next articleবাংলাদেশের বিরুদ্ধে জোড়া নজিরের সামনে দাঁড়িয়ে কোহলি