কলকাতা লিগে দুরন্ত ফর্ম ইমামি ইস্টবেঙ্গলের। গ্রুপ পর্বে একটাও ম্যাচ না হেরে সুপার সিক্সে উঠেছিল লাল-হলুদ ব্রিগেড। সেই ফর্মই ধরে রাখল সুপার সিক্সে। জয় দিয়ে সুপার সিক্সের অভিযান শুরু করল বিনো জর্জের দল। এদিন কাস্টমসকে উড়িয়ে দিলো ৪-১ গোলে। জোড়া গোল পিভি বিষ্ণুর।একটি করে গোল শ্যামল বেসরা এবং আদিলের।

ম্যাচে এদিন প্রথম থেকে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই চললেও, ম্যাচের শুরুতেই অবশ্য পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। ২৭ মিনিটে গোল করেন কাস্টমসের রবি হাঁসদা। তবে এক গোল খাওয়ার পর থেকে দুরন্ত কামব্যাক করেন সায়নরা। একের পর এক আক্রমণ চালাতে থাকে বিনো জর্জের দল। যার ফলে ম্যাচের ৪৫ মিনিটে সমতা ফেরায় লাল-হলুদ। গোল শোধ করে সমতা ফেরান শ্যামল বেসরা। এর ঠিক দুমিনিটের মধ্যে ফের গোল করে ইস্টবেঙ্গল। দুরন্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন পিভি বিষ্ণু। ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে লাল-হলুদ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে দাপট বজায় রাখে ইস্টবেঙ্গল।যার ফলে ৫১ মিনিটে ফের এগিয়ে যায় লাল-হলুদ।ইস্টবেঙ্গলকে গোল করে এগিয়ে দেন বিষ্ণু। এরপর ম্যাচের শেষদিকে এসে ৭৪ মিনিটে ৪-১ করে ইস্টবেঙ্গল। লাল-হলুদের গোলটি করেন আদিল। এদিন ইস্টবেঙ্গল ম্যাচজুড়ে অসাধারণ ফুটবল খেললেও অজস্র গোলের সুযোগ নষ্ট বিনো জর্জের দল।

আরও পড়ুন- আইএসএল-এর প্রথম ম্যাচে নামতে তৈরি লাল-হলুদ, প্রতিপক্ষকে সমীহ কুয়াদ্রাতের
