ডাক্তার মঞ্চের সামনেই অসুস্থ মহিলা পুলিশকর্মী, এগিয়ে এলেন জুনিয়র চিকিৎসকরা 

বিচারের দাবিতে স্বাস্থ্যভবন (Swasthya Bhawan) থেকে ১০০ মিটার দূরে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রতিবাদী আন্দোলনে একনাগাড়ে পুলিশের (Bidhannagar Police) বিরুদ্ধে স্লোগান দেওয়া চলছে। তবু কর্তব্যে অবিচল পুলিশকর্মীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতন্দ্র প্রহরীর মতো সব সহ্য করে মুখ বুজে কাজ করে চলেছেন। এর মাঝেই বুধবার রাতে এক মানবিক দৃশ্যের দেখা মিলল। রাত সাড়ে বারোটা নাগাদ স্বাস্থ্য ভবনের সামনে দায়িত্বে থাকা এক মহিলা পুলিশকর্মীর আচমকা শ্বাসকষ্ট শুরু হয়। বিষয়টা নজরে আসতেই ছুটে যান জুনিয়র ডাক্তাররা। শারীরিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পাশাপাশি মাইক্রোফোন হাতে তাঁরা জানতে চান উপস্থিত কারোর কাছে ইনহেলার আছে কিনা।অপর এক চিকিৎসক ইনহেলারের ডোজ দেন পুলিশ আধিকারিককে। কোনও মতে প্রাথমিক চিকিৎসা করার পর দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আন্দোলনরত চিকিৎসকদের এই পদক্ষেপের প্রশংসা করেছেন পুলিশ কর্মীরাও।

প্রায় আড়াই দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে ঠায় বসে চিকিৎসকরা। অন্যদিকে, পাহারায় ব্যস্ত পুলিশ। আর জি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের পর থেকে বারবার উর্দিধারী পুলিশের দিকে অভিযোগের আঙুল উঠেছে। আন্দোলনকারীদের নিশানায় বারবার প্রশ্নের মুখে পড়েছে তাঁদের দায়িত্ব ও কর্তব্যবোধ। কখনও পুলিশের উপর শারীরিক আক্রমণ হয়েছে কখনও বা সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছে। তবু কর্তব্যে অবিচল থেকেছেন ডিউটিরত আধিকারিকরা। বুধবার মহিলা পুলিশ কর্মীর অসুস্থতায় যেভাবে তাঁকে সাহায্য করেছেন জুনিয়র চিকিৎসকরা তাতে পুলিশের তরফ থেকে বারবার করে ধন্যবাদ দেওয়া হয়েছে ডাক্তারদের। অস্থির সময়ে দাঁড়িয়ে এ ছবি যেন কোথাও গিয়ে ভাললাগা অনুভূতি আর মানবিক বার্তাকে মিলিয়ে দিল মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই।


Previous articleপ্রয়াত সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Next articleন্যায়বিচারে দাবি চলবে, পুজোও চলবে: দুর্গোৎসবের পক্ষে সওয়াল কুণালের