দিল্লি হাইকোর্টে ঝুলে রইল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mandol) জামিন মামলার শুনানি। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টের (Delhi High Court) বিচারপতি নীনা বনসল কৃষ্ণর এজলাসে অনুব্রতর দায়ের করা ‘ডিফল্ট’ জামিন আর্জির শুনানি ছিল। পরবর্তী শুনানি ২০ নভেম্বরে। ১৭ সেপ্টেম্বর রাউজ অ্যাভিনিউ আদালতে অনুব্রতের রেগুলার বেল পিটিশনের শুনানি হবে।
