পুজো ও চিকিৎসকদের অবস্থান নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বললেন, আরজি করের ন্যায় বিচার আমরা সবাই চাই। ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছিল। এবার কেউ কেউ আওয়াজ তুলেছেন পুজো করবেন না বলে। মাথায় রাখবেন, উৎসব মানে শুধুমাত্র নাচানাচি নয়। গরিব মানুষের হাতে রোজগার তুলে দেওয়াটাও উৎসব। তাই জাস্টিসের পাশাপাশি পুজোও চাই। রাজনীতি জড়িয়ে গরিবের রোজগার বন্ধ করা যাবে না৷ তাদের বঞ্চিত করা যাবে না৷ কুণালের প্রশ্ন, সবার সব চলবে আর পুজো ছোটো হবে? সেটা হবে না৷ শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে। অনেকে বলছেন, পুজো ছোট করে হোক। তাঁরাই আবার তাদের সিনেমা-নাটকের প্রচারের কথা বলছেন। প্রাইভেট হাসপাতালে ডাক্তারবাবুরা দিব্যি চিকিৎসা করছেন। আর সরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করছেন।
এদিন কুণাল বলেন, বারবার অনুরোধ করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে। সুপ্রিম কোর্টও একই নির্দেশ দিয়েছে।কিন্তু ওরা ওদের অবস্থানে অনড়। জুনিয়র চিকিৎসকদের অবিলম্বে স্বাস্থ্য পরিষেবায় যোগ দেওয়া উচিত।
সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই রেইড প্রসঙ্গে কুণাল বলেন,রেইড হচ্ছে, ভালো তো। কেউ দোষ করে থাকলে তদন্ত হোক৷ অভিযোগের ভিত্তি থাকলে আইন আইনের পথে ব্যবস্থা নেবে। তাঁর বিরুদ্ধে তদন্ত করে নির্দিষ্ট কিছু তো এখনও পাওয়া যায়নি৷নাকের বদলে নরুন যেন না হয়।
