Sunday, November 9, 2025

ডাক্তার মঞ্চের সামনেই অসুস্থ মহিলা পুলিশকর্মী, এগিয়ে এলেন জুনিয়র চিকিৎসকরা 

Date:

বিচারের দাবিতে স্বাস্থ্যভবন (Swasthya Bhawan) থেকে ১০০ মিটার দূরে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রতিবাদী আন্দোলনে একনাগাড়ে পুলিশের (Bidhannagar Police) বিরুদ্ধে স্লোগান দেওয়া চলছে। তবু কর্তব্যে অবিচল পুলিশকর্মীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতন্দ্র প্রহরীর মতো সব সহ্য করে মুখ বুজে কাজ করে চলেছেন। এর মাঝেই বুধবার রাতে এক মানবিক দৃশ্যের দেখা মিলল। রাত সাড়ে বারোটা নাগাদ স্বাস্থ্য ভবনের সামনে দায়িত্বে থাকা এক মহিলা পুলিশকর্মীর আচমকা শ্বাসকষ্ট শুরু হয়। বিষয়টা নজরে আসতেই ছুটে যান জুনিয়র ডাক্তাররা। শারীরিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পাশাপাশি মাইক্রোফোন হাতে তাঁরা জানতে চান উপস্থিত কারোর কাছে ইনহেলার আছে কিনা।অপর এক চিকিৎসক ইনহেলারের ডোজ দেন পুলিশ আধিকারিককে। কোনও মতে প্রাথমিক চিকিৎসা করার পর দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আন্দোলনরত চিকিৎসকদের এই পদক্ষেপের প্রশংসা করেছেন পুলিশ কর্মীরাও।

প্রায় আড়াই দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে ঠায় বসে চিকিৎসকরা। অন্যদিকে, পাহারায় ব্যস্ত পুলিশ। আর জি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের পর থেকে বারবার উর্দিধারী পুলিশের দিকে অভিযোগের আঙুল উঠেছে। আন্দোলনকারীদের নিশানায় বারবার প্রশ্নের মুখে পড়েছে তাঁদের দায়িত্ব ও কর্তব্যবোধ। কখনও পুলিশের উপর শারীরিক আক্রমণ হয়েছে কখনও বা সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছে। তবু কর্তব্যে অবিচল থেকেছেন ডিউটিরত আধিকারিকরা। বুধবার মহিলা পুলিশ কর্মীর অসুস্থতায় যেভাবে তাঁকে সাহায্য করেছেন জুনিয়র চিকিৎসকরা তাতে পুলিশের তরফ থেকে বারবার করে ধন্যবাদ দেওয়া হয়েছে ডাক্তারদের। অস্থির সময়ে দাঁড়িয়ে এ ছবি যেন কোথাও গিয়ে ভাললাগা অনুভূতি আর মানবিক বার্তাকে মিলিয়ে দিল মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই।


Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version