Friday, August 22, 2025

প্রয়াত সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

ফুসফুসে সংক্রমণের সঙ্গে প্রবল লড়াইতে হার মানলেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২। দুদিন ধরে ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকার পরে এদিন স্তব্ধ সব চেষ্টা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কয়েক মাস আগে নিউমোনিয়া হয়েছিল সিপিআইএম সম্পাদক ইয়েচুরির৷  এর পরে তাঁর ফুসফুসে ছড়িয়ে যায় সংক্রমণ৷ এর জেরে তৈরি হওয়া গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এইমস-এ ভর্তি করা হয়েছিল গত মাসের ২৯ তারিখে৷ এর পরে ক্রমশই সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ এরপর তাঁর অবস্থার খানিকটা উন্নতি হলে ৮ অগাস্ট তাঁর চোখে অস্ত্রোপচার হয়। তবে সোমবার ফের শ্বাসনালীতে সংক্রমণের জেরে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।

চোখের অস্ত্রোপচার ও শারীরিক অবস্থার কারণে এইমসে ভর্তি ইয়েচুরি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পরে তাঁর শেষযাত্রাতেও অংশ নিতে পারেননি। তবে তিনি শোকবার্তা জানিয়েছিলেন হাসপাতাল থেকেই। তবে চিকিৎসকদের সব লড়াই থামিয়ে বৃহস্পতিবার বিকাল ৩.০৩ মিনিটে প্রয়াত হন সিপিআইএম সম্পাদক। দলের পক্ষ থেকে দিল্লি এইমসের সব চিকিৎসক ও ডিরেক্টরকে তাঁকে সুস্থ করার প্রয়াসের জন্য ধন্যবাদ জানানো হয়।

ইয়েচুরির প্রয়াণ জাতীয় রাজনীতির ক্ষতি, শোকবার্তায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “বর্ষীয়ান সাংসদকে সীতারাম ইয়েচুরির প্রয়াণে অত্যন্ত দুঃখিত। তাঁর প্রয়াণ জাতীয় রাজনীতির ক্ষতি। তাঁর পরিবার, বন্ধু ও সহকর্মীদের জন্য আমার সমবেদনা।”


Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version