Sunday, August 24, 2025

‘অরাজনৈতিক’ ডাক্তার মঞ্চে বিজেপি নেত্রী পামেলা কেন? নাম না করেই নিশানা কুণালের 

Date:

স্বাস্থ্যভবনের (Swasthya Bhawan) সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ নাকি ‘অরাজনৈতিক’ মঞ্চ। কিন্তু হাল্কা হলুদ রঙয়ের পোশাক পরা মহিলাকে দেখে তো আর চিকিৎসক মনে হচ্ছে না। তাহলে কে তিনি? বুধবার রাতে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেন। এরপরই একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দেন তিনি। “এটা কোথাকার ছবি? ইনি কে? সোশ্যাল মিডিয়ায় যা ঘুরছে, তা কি ঠিক? ইনি যদি তিনি হন, তা হলে ইনি এখানে কেন? ইনি এলেন, না ডাকা হল? ডাকা হলে কেন হল? যদি কেউ স্পষ্ট করে ঘটনাস্থল এবং চরিত্রগুলি জানাতে পারেন, পোস্ট করবেন প্লিজ। আমি কনফিউজড।” ছবি দেখে অবশ্য বুঝতে বাকি ছিল না যে এই মহিলা মাদক পাচারের অভিযোগ গ্রেফতার হওয়া বিজেপি নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami)। তথাকথিত ‘অরাজনৈতিক’ বলে দাবি করা প্রতিবাদী মঞ্চে তাঁর উপস্থিতিতে ডাক্তারদের আন্দোলনের উদ্দেশ্য নিয়েও এবার সন্দিহান সমাজমাধ্যমের একাংশ।

কুণাল তাঁর প্রথম পোস্টে অবশ্য পামেলার নাম বা তাঁর কোনও কার্যকলাপের কথা উল্লেখ করেননি। কিন্তু বিজেপি নেত্রী নিজে থেকেই সাফাই গাইতে শুরু করেন যে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী টিম এবং সুপ্রিম কোর্টও তাঁকে মামলা থেকে অব্যহতি দেওয়ার পরেই তিনি নাকি চিকিৎসকদের প্রতিবাদে সামিল হয়েছেন। এরপর পদ্মনেত্রী নিজের কিছু ছবি এক হ্যান্ডেলে পোস্ট করতেই এক হাত নেন কুণাল। লেখেন, “বিজেপি নেত্রী, একদা মাদক-কাণ্ডে ধৃত পামেলা গোস্বামী গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে, সাহায্যও করেছেন। অরাজনৈতিক!” জুনিয়র চিকিৎসকরা যতই তাদের আন্দোলনে কোন পতাকা বা রং নেই বলে দাবি করুন না কেন আসলে যে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত করতেই বিরোধীরা এই আন্দোলনকে সমর্থন এবং উস্কানি দিচ্ছে তা বারবারই স্পষ্ট হয়ে উঠছে। মাদক কাণ্ডে একদা গ্রেফতার হওয়া বিজেপি নেত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের ঠিক কীসের যোগাযোগ তা নিয়ে পরিষ্কার কোনও উত্তর দিতে পারেননি জাস্টিসের দাবিতে আন্দোলনরত ডাক্তারবাবুরা।


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version