রাজ্যের তৃতীয়বারের প্রস্তাব মেনে নবান্নে আলোচনায় যাচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। তবে, দাবিতে অনড় থেকেই ৩০ জন নিয়েই নবান্নে (Nabanna) যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা একই সঙ্গে লাইভ স্ট্রিমিং-এর দাবিতেও অনড় আন্দোলনকারীরা। এই প্রস্তাব দিয়ে মুখ্যসচিবের ই-মেইলের জবাব দিয়েছেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনরত ডাক্তার অনিকেত মাহাত জানান, মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে বৈঠক করতে চাওয়াতেই তাঁরা যাচ্ছেন। কাজে ফিরতে চান বলেও জানান অনিকেত।
সেখানে সিদ্ধান্ত হয় ৩০জনের প্রতিনিধি নিয়েই নবান্নে যাচ্ছেন আন্দোলনকারীরা। সরাসরি সম্প্রচারের দাবিতেও তাঁরা অনড় রয়েছেন। জুনিয়র ডাক্তারদের মতে, সুপ্রিম কোর্টের শুনানি যদি লাইভ হতে পারে, মুখ্যমন্ত্রীর জেলা-প্রশাসনিক বৈঠক যদি সরাসরি সম্প্রচার হতে পারে, তাহলে এই বৈঠকও লাইভ করা যেতে পারে। একই সঙ্গে যে ৫টি দাবি- চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনার দ্রুত বিচার, দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি, সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে তদন্ত, তথ্য লোপাটের জন্য যাঁরা দায়ী তাঁদের বিরুদ্ধে তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা, স্বাস্থ্যসচিব, ডিএমই, হেল্থ সার্ভিসেসের ডিরেক্টর, কলকাতার পুলিশ কমিশনর বিনীত গোয়েল, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল ইস্তফা- নিয়ে আলোচনার চাইছেন তাঁরা। এখন নবান্নে কী হয়, সেদিকেই সবার নজর।