আরজি কর হাসপাতালের ধর্নামঞ্চে বোমাতঙ্ক! সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

চিকিৎসক তরুণীর ধর্ষণ- খুনের ঘটনায় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College and Hospital) আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ মঞ্চে বোমাতঙ্ক।হাসপাতাল চত্বরে প্রতিবাদ মঞ্চ তৈরি করেছেন জুনিয়র চিকিৎসকরা। এদিন সকালে সেখানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। বেশ কিছুক্ষণ সময় গড়ালেও কেউ ব্যাগ নিতে না আসায় আতঙ্ক ছড়ায় সকলের মনে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে।

ইতিমধ্যেই হাসপাতালের আউটপোস্ট ও টালা থানার পুলিশ কলেজ চত্বরের সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। কীভাবে ওই ব্যাগটি ওখানে এল বা কে ব্যাগ ফেলে রেখে গেল, চলছে অনুসন্ধান। ধর্না মঞ্চ থেকে আপাতত সকলকে সরিয়ে আনা হয়েছে।