শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগির (Typhoon Yagi) তাণ্ডবে তছনছ ভিয়েতনাম। লাল নদীর জল ঢুকে বানভাসি রাজধানী হ্যানয়। ইতিমধ্যে ইয়াগিকে (Yagi) চলতি বছর এশিয়ার বুকে আছড়ে পড়া ‘সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়’ বলে মনে করছেন আবহাওয়াবিদরা। শেষ প্রাপ্ত খবর অনুযায়ী মৃতের সংখ্যা প্রায় ২০০-এর কাছাকাছি পৌঁছেছে। নিখোঁজ অন্তত ১৩০ জন!

প্রাকৃতিক বিপর্যয়ে কার্যত বিধ্বস্ত ভিয়েতনাম (Vietnam)। শনিবার ঘন্টায় ১৪৯ কিলোমিটার গতিবেগে এই ঝড় আছড়ে পড়ে। দুর্যোগর দাপটে ইতিমধ্যেই একাধিক রাস্তাঘাট জলমগ্ন, ভেঙেছে সেতু -বৈদ্যুতিক পোস্ট। ৮০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। লিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন।হ্যানয়ের পূর্বে উপকূলীয় রফতানি-ভিত্তিক শিল্পকেন্দ্রগুলিও ঝড়ের ধ্বংসলীলা থেকে রক্ষা পায়নি। শহরের উপকণ্ঠে গড়ে ওঠা এই শিল্পতালুকে প্রায় ৪০ হাজার মানুষের বাস। এখানে স্যামস্যাংয়ের মতো গুরুত্বপূর্ণ কোম্পানির কারখানাও রয়েছে। বন্যার জেরে সমস্ত কারখানাতেই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। স্কুল কলেজগুলিতে ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।

