Sunday, August 24, 2025

প্রয়াত সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

ফুসফুসে সংক্রমণের সঙ্গে প্রবল লড়াইতে হার মানলেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২। দুদিন ধরে ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকার পরে এদিন স্তব্ধ সব চেষ্টা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কয়েক মাস আগে নিউমোনিয়া হয়েছিল সিপিআইএম সম্পাদক ইয়েচুরির৷  এর পরে তাঁর ফুসফুসে ছড়িয়ে যায় সংক্রমণ৷ এর জেরে তৈরি হওয়া গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এইমস-এ ভর্তি করা হয়েছিল গত মাসের ২৯ তারিখে৷ এর পরে ক্রমশই সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ এরপর তাঁর অবস্থার খানিকটা উন্নতি হলে ৮ অগাস্ট তাঁর চোখে অস্ত্রোপচার হয়। তবে সোমবার ফের শ্বাসনালীতে সংক্রমণের জেরে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।

চোখের অস্ত্রোপচার ও শারীরিক অবস্থার কারণে এইমসে ভর্তি ইয়েচুরি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পরে তাঁর শেষযাত্রাতেও অংশ নিতে পারেননি। তবে তিনি শোকবার্তা জানিয়েছিলেন হাসপাতাল থেকেই। তবে চিকিৎসকদের সব লড়াই থামিয়ে বৃহস্পতিবার বিকাল ৩.০৩ মিনিটে প্রয়াত হন সিপিআইএম সম্পাদক। দলের পক্ষ থেকে দিল্লি এইমসের সব চিকিৎসক ও ডিরেক্টরকে তাঁকে সুস্থ করার প্রয়াসের জন্য ধন্যবাদ জানানো হয়।

ইয়েচুরির প্রয়াণ জাতীয় রাজনীতির ক্ষতি, শোকবার্তায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “বর্ষীয়ান সাংসদকে সীতারাম ইয়েচুরির প্রয়াণে অত্যন্ত দুঃখিত। তাঁর প্রয়াণ জাতীয় রাজনীতির ক্ষতি। তাঁর পরিবার, বন্ধু ও সহকর্মীদের জন্য আমার সমবেদনা।”


Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version