Thursday, December 18, 2025

প্রয়াত সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফুসফুসে সংক্রমণের সঙ্গে প্রবল লড়াইতে হার মানলেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২। দুদিন ধরে ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকার পরে এদিন স্তব্ধ সব চেষ্টা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কয়েক মাস আগে নিউমোনিয়া হয়েছিল সিপিআইএম সম্পাদক ইয়েচুরির৷  এর পরে তাঁর ফুসফুসে ছড়িয়ে যায় সংক্রমণ৷ এর জেরে তৈরি হওয়া গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এইমস-এ ভর্তি করা হয়েছিল গত মাসের ২৯ তারিখে৷ এর পরে ক্রমশই সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ এরপর তাঁর অবস্থার খানিকটা উন্নতি হলে ৮ অগাস্ট তাঁর চোখে অস্ত্রোপচার হয়। তবে সোমবার ফের শ্বাসনালীতে সংক্রমণের জেরে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।

চোখের অস্ত্রোপচার ও শারীরিক অবস্থার কারণে এইমসে ভর্তি ইয়েচুরি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পরে তাঁর শেষযাত্রাতেও অংশ নিতে পারেননি। তবে তিনি শোকবার্তা জানিয়েছিলেন হাসপাতাল থেকেই। তবে চিকিৎসকদের সব লড়াই থামিয়ে বৃহস্পতিবার বিকাল ৩.০৩ মিনিটে প্রয়াত হন সিপিআইএম সম্পাদক। দলের পক্ষ থেকে দিল্লি এইমসের সব চিকিৎসক ও ডিরেক্টরকে তাঁকে সুস্থ করার প্রয়াসের জন্য ধন্যবাদ জানানো হয়।

ইয়েচুরির প্রয়াণ জাতীয় রাজনীতির ক্ষতি, শোকবার্তায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “বর্ষীয়ান সাংসদকে সীতারাম ইয়েচুরির প্রয়াণে অত্যন্ত দুঃখিত। তাঁর প্রয়াণ জাতীয় রাজনীতির ক্ষতি। তাঁর পরিবার, বন্ধু ও সহকর্মীদের জন্য আমার সমবেদনা।”


spot_img

Related articles

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...