Monday, August 25, 2025

রাজ্য সরকার-শাসকদলকে বেকায়দায় ফেলতে জুনিয়র ডাক্তারদের অবস্থানে হামলার ছক! কুণালের বিস্ফোরক পোস্ট

Date:

স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়ার ডাক্তারদের অবস্থানে হামলা চালিয়ে রাজ্য সরকার শাসকদলকে বদনাম করার ষড়যন্ত্র চলছে। কথোপকথন পোস্ট করে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের স্যোশাল মিডিয়ায় (Scocial Media) তিনি অভিযোগ করেন, এক বাম যুব সংগঠন ও এক অতি বাম সংগঠনের ভয়ঙ্কর চক্রান্ত চলছে। তাঁর অভিযোগ, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) অবস্থানে বিপুল বহিরাগতদের আনাগোনা চলছে। সেই জায়গা থেকেই এই হামলার ছক কষা চলছে।নিজের এক্স হ্যান্ডেল কুণাল লেখেন,
“ভয়ঙ্কর চক্রান্ত।
সল্ট লেকে ডাক্তারদের ধরনায় হামলা চালিয়ে রাজ্য সরকার ও তৃণমূলকে বেকায়দায় ফেলতে কথা এক বাম যুব সংগঠন ও এক অতি বাম সংগঠনের মধ্যে। ওদের সূত্রেই পাওয়া। অবিলম্বে পুলিশ প্রশাসন ওখানে বহিরাগত প্রবেশ বন্ধ করুক।“
এর পরেই সেই কথোপকথনের কিছুটা অংশ পোস্ট করেন তিনি। সেখানে লেখা,
“All Alert
-” সাহেব অর্ডার করেছে সল্টলেক ওড়ানোর জন্যে।”
-” অর্ডার করলে উড়িয়ে দে।”
ভয়ঙ্কর কথোপকথন হাতে এসেছে, ওদের সূত্রেই।
রাজ্য সরকার ও তৃণমূলকে সমস্যায় ফেলতে বামপন্থী এক যুব সংগঠন ও এক অতি বাম সংগঠনের চক্রান্ত। ডাক্তারদের ধরনায় হামলার। ঘটনাস্থলে যাতায়াত বিজেপির যুবদেরও।
পূর্ণাঙ্গ সংলাপে আরও স্পষ্ট রূপরেখা।
পুলিশ, প্রশাসন নজর দিন। ওখানে বহিরাগত প্রবেশ থামানো হোক।
একটু পরে আরও কিছু অংশ দেব। সব ওই শিবির থেকেই ‘লিক’ করছে। কারণ, ওদিকেও দুএকজন এই ভয়ানক খেলায় ঢুকতে দ্বিধাগ্রস্ত।“

কুণালের (Kunal Ghosh) অভিযোগ, রাজ্য সরকারকে বদনাম করতে ধর্না-আন্দোলনে হামলার ছক কষছে BJP। সেই কারণে অবিলম্বে বহিরাগতদের গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ।










Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version