Saturday, January 10, 2026

জুনিয়র ডাক্তারদের ধর্নায় SUCI নেতা, আন্দোলনকারীরা BJP পার্টি অফিসে! পোস্ট করে মোক্ষম খোঁচা কুণালের

Date:

Share post:

রংহীন আন্দোলনে বারবার রাজনৈতিক যোগের অভিযোগ উঠছে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না-আন্দোলনে আগেই দেখা গিয়েছে বিজেপির যুব নেত্রী মাদককাণ্ডে জেলখাটা পামেলা গোস্বামী ও BJP নেত্রী তথা অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়কে। এবার ওই ধর্নামঞ্চে দেখা গেল গত লোকসভা নির্বাচনে কলকাতা উত্তরের SUCI এর প্রার্থী বিপ্লব চন্দ্রকে। সেই ছবি পোস্ট করেন রাজ্যসভায় তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুধু তাই নয়, নিজের এক্স হ্যান্ডেলে আরেকটি ভিডিও পোস্ট করে প্রশ্ন তোলেন, সল্টলেকের বিজেপি অফিসে ভেতরে কি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশ?শুক্রবার, নিজের এক্স হ্যান্ডেলের প্রথমে একটি ভিডিও পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানে দেখা যায়, বিজেপি পার্টি অফিসের ভিতরে ‘Justice For RG Kar’ ব্যাজ পরা বেশ কয়েকজনকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এই ভিডিও পোস্ট করে কুণাল লেখেন,
“এটা কি সল্ট লেকের বিজেপি অফিস?
ভেতরে কি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশ?
খতিয়ে দেখা হোক।
যদি এটা না হয়, তাহলে রটনা হয়ে যা ঘুরছে, তা ভুল।
যদি ঠিক হয়, তাহলে, কেন? কেন? কীসের দরকারে?”

এর পর আরও একটি ছবি পোস্ট করেন কুণাল (Kunal Ghosh)। সেখানে সিনিয়র ডাক্তারকে দেখা যায়। নাম বিপ্লব চন্দ্র। তিনিই আবার বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে গিয়ে বলেন, সরকার যদি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন তবে তারাও কাজ করা বন্ধ করে দেবেন। বিপ্লব চন্দ্র এই লোকসভা নির্বাচনে  কলকাতা উত্তরে SUCI-এর প্রার্থী হিসেবে লড়েন। এই প্রসঙ্গ তুলে খোঁচা দেন কুণাল। নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
”ইনি হলেন বিপ্লব চন্দ্র, একজন সিনিয়ার ডাক্তার, তিনি তার এক বিবৃতিতে বলেছিলেন সরকার যদি জুনিয়ার ডাক্তার দের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন তবে তারাও কাজ করা বন্ধ করে দেবেন!
খুব মজার বিষয় হলো বিপ্লববাবু গত লোকসভা নির্বাচনে উত্তর কলকাতায় SUCI এর প্রার্থী ছিলেন!
তাহলে বুঝতেই পারছেন আন্দোলনটা কারা আর কিসের স্বার্থে করছেন??”

অনেক দিন ধরেই শাসকদল অভিযোগ, আর জি কর-কাণ্ড নিয়ে সামজিক আন্দোলনের আঁচে রুটি সেঁকার চেষ্টা চালাচ্ছে বিরোধী রাজনৈতিক দল। ভোটে লড়াইয়ে পিছিয়ে পড়ে ঘুর পথে রাজ্যে অরাজকতা সৃষ্টি করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে রাম-বাম। এর আগে পামেলা-শর্বরীর উপস্থিতি। এবার ধর্না মঞ্চে SUCI নেতা ও বিজেপি পার্টি অফিসে আন্দোলনকারীদের উপস্থিতি নিয়ে মোক্ষম খোঁচা দিলেন কুণাল।










spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...