Thursday, August 21, 2025

জুনিয়র ডাক্তারদের ধর্নায় SUCI নেতা, আন্দোলনকারীরা BJP পার্টি অফিসে! পোস্ট করে মোক্ষম খোঁচা কুণালের

Date:

রংহীন আন্দোলনে বারবার রাজনৈতিক যোগের অভিযোগ উঠছে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না-আন্দোলনে আগেই দেখা গিয়েছে বিজেপির যুব নেত্রী মাদককাণ্ডে জেলখাটা পামেলা গোস্বামী ও BJP নেত্রী তথা অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়কে। এবার ওই ধর্নামঞ্চে দেখা গেল গত লোকসভা নির্বাচনে কলকাতা উত্তরের SUCI এর প্রার্থী বিপ্লব চন্দ্রকে। সেই ছবি পোস্ট করেন রাজ্যসভায় তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুধু তাই নয়, নিজের এক্স হ্যান্ডেলে আরেকটি ভিডিও পোস্ট করে প্রশ্ন তোলেন, সল্টলেকের বিজেপি অফিসে ভেতরে কি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশ?শুক্রবার, নিজের এক্স হ্যান্ডেলের প্রথমে একটি ভিডিও পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানে দেখা যায়, বিজেপি পার্টি অফিসের ভিতরে ‘Justice For RG Kar’ ব্যাজ পরা বেশ কয়েকজনকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এই ভিডিও পোস্ট করে কুণাল লেখেন,
“এটা কি সল্ট লেকের বিজেপি অফিস?
ভেতরে কি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশ?
খতিয়ে দেখা হোক।
যদি এটা না হয়, তাহলে রটনা হয়ে যা ঘুরছে, তা ভুল।
যদি ঠিক হয়, তাহলে, কেন? কেন? কীসের দরকারে?”

এর পর আরও একটি ছবি পোস্ট করেন কুণাল (Kunal Ghosh)। সেখানে সিনিয়র ডাক্তারকে দেখা যায়। নাম বিপ্লব চন্দ্র। তিনিই আবার বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে গিয়ে বলেন, সরকার যদি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন তবে তারাও কাজ করা বন্ধ করে দেবেন। বিপ্লব চন্দ্র এই লোকসভা নির্বাচনে  কলকাতা উত্তরে SUCI-এর প্রার্থী হিসেবে লড়েন। এই প্রসঙ্গ তুলে খোঁচা দেন কুণাল। নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
”ইনি হলেন বিপ্লব চন্দ্র, একজন সিনিয়ার ডাক্তার, তিনি তার এক বিবৃতিতে বলেছিলেন সরকার যদি জুনিয়ার ডাক্তার দের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন তবে তারাও কাজ করা বন্ধ করে দেবেন!
খুব মজার বিষয় হলো বিপ্লববাবু গত লোকসভা নির্বাচনে উত্তর কলকাতায় SUCI এর প্রার্থী ছিলেন!
তাহলে বুঝতেই পারছেন আন্দোলনটা কারা আর কিসের স্বার্থে করছেন??”

অনেক দিন ধরেই শাসকদল অভিযোগ, আর জি কর-কাণ্ড নিয়ে সামজিক আন্দোলনের আঁচে রুটি সেঁকার চেষ্টা চালাচ্ছে বিরোধী রাজনৈতিক দল। ভোটে লড়াইয়ে পিছিয়ে পড়ে ঘুর পথে রাজ্যে অরাজকতা সৃষ্টি করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে রাম-বাম। এর আগে পামেলা-শর্বরীর উপস্থিতি। এবার ধর্না মঞ্চে SUCI নেতা ও বিজেপি পার্টি অফিসে আন্দোলনকারীদের উপস্থিতি নিয়ে মোক্ষম খোঁচা দিলেন কুণাল।










Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version