করমপুজো উপলক্ষ্যে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার, নবান্নে অর্থ দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সব সরকারি, আধা সরকারি অফিস এবং সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। চা বাগানে কর্মরত শ্রমিকদের সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। গত বছর নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, “সবেবরাত ও করমপুজোয় (Karam Pujo) ছুটি দেওয়ার দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি মেনে নেওয়া হল।“