Friday, November 7, 2025

বিনা চিকিৎসায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছেই। আজ ৩৩ দিনে পড়েছে সেই কর্মবিরতি।শত অনুরোধেও তারা কর্মবিরতি প্রত্যাহার করেননি। এরই পাশাপাশি তাদের কর্মবিরতি ৩৩ দিনে পড়ল।ব্যাহত সরকারি হাসপাতালের পরিষেবা।স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে প্রায় ৭০ হাজার রোগীকে ভর্তি নেওয়া যায়নি। সাত হাজারের বেশি পূর্ব পরিকল্পিত অস্ত্রোপচার করা সম্ভব হয়নি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। শুক্রবার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন,এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে জুনিয়র ডাক্তারদের দীর্ঘ টানা কাজ বন্ধ রাখার কারণে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাতের কারণে আমরা ২৯টি মূল্যবান জীবন হারিয়েছি।শোকাহত পরিবারগুলির প্রতি সাহায্যের হাত প্রসারিত করার জন্য, রাজ্য সরকার একটি টোকেন আর্থিক ত্রাণ ঘোষণা করেছে। প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের ২ লাখ টাকা দেওয়া হবে।

প্রসঙ্গত, আরজি কাণ্ডের পর থেকেই বিচারের দাবিতে তাদের এই কর্মবিরতি চলছে।সুপ্রিম কোর্ট তাদের কাজে ফেরার সময়সীমা বেধে দিলেও, তাতে তারা সাড়া দেননি।মুখ্যমন্ত্রীও অনুরোধ করেছেন, কিন্তু তারা নিজেদের দাবিতে অনড়।প্রভাব পড়েছে সরকারি হাসপাতালের পরিষেবার ওপর।সাধারণ মানুষ এতদিন ধরে কর্মবিরতির জন্য সরকারি হাসপাতালের পরিষেবা পাচ্ছেন না।দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করছে সরকার, কিন্তু ডাক্তাররা তাদের কর্মবিরতি তুলতে নারাজ।

 

 











Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version