Wednesday, November 12, 2025

কাটল না জট। আনোয়ার আলিকে নিয়ে জট অব্যাহত। প্লেয়ার স্ট্যাটাস কমিটির অপেশাদারিত্বে শুনানি স্থগিত করে দেওয়া হয়। ফের শুনানি মঙ্গলবার। ইস্টবেঙ্গলে সই করার আগে আনোয়ারকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিয়ে সেদিনই সিদ্ধান্ত। আপাতত ভারতীয় ডিফেন্ডারকে লাল-হলুদ জার্সিতে ম্যাচ খেলার জন্য মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

দিল্লি হাইকোর্টের নির্দেশেই শনিবার ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে শুনানি ছিল। পিএসসি-কে নতুন করে আনোয়ার, ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি-র আবেদন শুনতে বলেছিল আদালত। এদিন শুনানিপর্ব প্রথমে ৩০ মিনিট দেরিতে শুরু হয়। এরপর পিএসসি-র ডেপুটি চেয়ারম্যান গাড়িতে ভ্রমণের মধ্যেই মিটিং পরিচালনা করতে থাকেন। কিন্তু এভাবে সভা পরিচালনা অপেশাদারিত্ব ও নিয়মবিরুদ্ধ। তাই আইনজীবীদের পরামর্শে সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যা নিয়ে পরে ক্ষোভ উগরে দেন দিল্লি এফসি-র কর্তা রঞ্জিৎ বাজাজ।

দিল্লি ও ইস্টবেঙ্গল কর্তাদের দাবি, আনোয়ার ইস্টবেঙ্গলেরই। কারণ, আদালত আনোয়ারের উপর থেকে নির্বাসন ও জরিমানার শাস্তি-সহ পিএসসি-র আগের রায়টাই খারিজ করে দিয়েছে। তাঁদের আরও দাবি, সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমেও (সিআরএস) আনোয়ার ইস্টবেঙ্গলের। মোহনবাগান আবার ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছে, পিএসসি-র আগের রায় যখন বাতিল করা হয়েছে তখন সিআরএসে আনোয়ারকে মোহনবাগানের খেলোয়াড় হিসেবে দেখানো হোক।

আরও পড়ুন- আইএসএল-এর প্রথম ম্যাচেই ধাক্কা ইস্টবেঙ্গলের, বিএফসির কাছে হারল ১-০ গোলে


 

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version