Thursday, November 13, 2025

বিকল্প ডিগ্রিতেও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন ২০২২-এর টেট প্রার্থীরা, নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

বিকল্প ডিগ্রি নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। শুক্রবার এমনই রায় দিল কলকাতা হাই কোর্ট।  বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর দুই ধরনের প্রশিক্ষণের ডিগ্রি ছিল। তারা প্রথমে যে ডিগ্রি দেখিয়ে আবেদন করেছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে তা বাতিল হয়ে যায়। তাদের বিএড ডিগ্রি ছিল । আর সেই কারণেই মামলাকারীরা বাতিল হন প্যানেল থেকে।

২০২২ সালের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় তথা নতুন প্যানেল প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দেন।  বিকল্প প্রশিক্ষণ ডিগ্রিকে মান্যতা দিয়ে মামলাকারীদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। এর জন্য দ্বিতীয় প্যানেল প্রকাশ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে।
বিএডের প্রশিক্ষণ রয়েছে, আবার ডিএলএডের প্রশিক্ষণও নেওয়া রয়েছে, এমন বহু প্রার্থী ২০২২ সালের টেট পরীক্ষায় তাদের আবেদনে শুধুমাত্র বিএড প্রশিক্ষণের কথা উল্লেখ করেছিলেন। পরে সুপ্রিম কোর্ট ২০২৩ সালের একটি নির্দেশে জানিয়েছিল, বিএড প্রশিক্ষিতরা প্রাথমিকের নিয়োগে অংশ নিতে পারবেন না। এই নির্দেশের পর সমস্যায় পড়েন বিএড প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীরা।

প্রসঙ্গত , ২০২২ সালের টেট পরীক্ষায় ১২ হাজার পদে নিয়োগের প্রক্রিয়া যখন শুরু হয়েছিল , সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি পরীক্ষার ফর্মে ‘বিএড’ লেখা পরীক্ষার্থীরা। পরে পর্ষদের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই পরীক্ষার্থীরা। হাই কোর্ট রায় কী ছিল ? রায়ে বলা হয়েছিল, যেসব পরীক্ষার্থীদের ডিএলএড প্রশিক্ষণ রয়েছে তাঁদের ফর্মগুলিকে ডিএলএডেই পরিবর্তন করে নিতে হবে। পর্ষদ যদিও সেই নির্দেশ মানে নি। পর্ষদ হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়।

পর্ষদের যুক্তি ছিল, প্রাথমিকের প্রশিক্ষণ ডিএলএড। সেটা জানার পরেও পরীক্ষার্থীরা ফর্মে ‘বিএড’ লিখেছেন। কেন তাদের সুযোগ দেওয়া হবে? প্রাথমিক শিক্ষা পর্ষদের ওই যুক্তি সুপ্রিম কোর্টে মানে নি। এ বার কলকাতা হাই কোর্ট পর্ষদকে নতুন প্যানেল প্রকাশ করার নির্দেশ দিল।

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...