দুর্যোগের শনিতে শিয়ালদহ শাখায় ট্রেন ভোগান্তি শুরু

রেলের কাজের জন্য শিয়ালদহ-বনগাঁ শাখায় (Sealdah- Bongaon) ট্রেন বাতিলের খবর আগেই মিলেছিল। এবার রাত থেকে শুরু হবার টানা বৃষ্টিতে ট্রেনের ট্র্যাকে জল জমে বিঘ্নিত পরিষেবা। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে বিরাটি (Birati) ও মধ্যমগ্রামের মাঝে মেরামতির কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত শিয়ালদহ – রুটে আপ এবং ডাউন মিলিয়ে ৩৮ টি ট্রেন বাতিল থাকবে। সেই মতো সকাল থেকেই যাত্রী ভোগান্তি শুরু হয়েছে। তার সঙ্গে রেল লাইনের বিভিন্ন জায়গায় জল জমে থাকার কারণে সময় মতো গাড়ি গন্তব্যে পৌঁছতে পারছে না। অন্যদিকে টানা বৃষ্টির জেরে বিঘ্নিত হচ্ছে মেরামতির কাজও। সবমিলিয়ে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।

পূর্ব রেলের (Eastern Railway) বিজ্ঞপ্তি অনুযায়ী আজ সারাদিন শিয়ালদহ রুটের একাধিক ট্রেনের গতিপথ পরিবর্তন করা হবে। যেহেতু শনিবার অনেক অফিস ছুটি থাকে সেই কারণে এই দুটো দিনকে কাজের জন্য বেছে নেওয়া হয়েছে বলে পূর্ব রেলের কর্তারা মনে করছেন। কিন্তু শুক্রবার থেকে বৃষ্টির দুর্যোগ বাড়ায় সেই কাজও ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছে রেল।

এক নজরে বাতিল ট্রেনের তালিকা-

শনিবার – 

• হাসনাবাদ-শিয়ালদহ- 33533, 33538 (আপ-ডাউন)

• শিয়ালদহ-বনগাঁ- 33856, 33860, 33861, 33863 (আপ-ডাউন)

রবিবার –

• বনগাঁ-শিয়ালদহ- 33812, 33814, 33818, 33820, 33811, 33813, 33815, 33817 (আপ-ডাউন)

• হাসনাবাদ-শিয়ালদহ- 33511,33517, 33512, 33514 (আপ-ডাউন)

• দত্তপুকুর-শিয়ালদহ- 33612, 33618, 33613 (আপ-ডাউন)

• বনগাঁ-মাঝেরহাট-30342

• মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর- 30712, 30711 (আপ-ডাউন)

• লক্ষ্মীকান্তপুর-নামখানা- 34924, 34923 (আপ-ডাউন)

• হাবরা-শিয়ালদহ- 33652, 33651 (আপ-ডাউন)

• বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি- 30145

• মাঝেরহাট-বারাসত- 30351

• মাঝেরহাট-মধ্যমগ্রাম- 30357, 30358

• বারাসত-বনগাঁ- 33361

• বারাসাত-শিয়ালদহ: 33432, 33434, 33431, 33435, 33439

• বারাসাত–দত্তপুকুর: 33357

• দত্তপুকুর–শিয়ালদহ: 33616