Thursday, December 4, 2025

আরজি কর কাণ্ডে ‘রহস্যজনক ভুল’ পুলিশের! ভিডিয়ো কনফারেন্সিংয়ে CBI-এর জিজ্ঞাসাবাদ 

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় শনিবারই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবং টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মন্ডলকে (Abhijit Mondal) গ্রেফতার করেছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় এজেন্সি শীর্ষ কর্তারা মনে করছেন, যে প্রত্যক্ষভাবে এনারা দুজন যুক্ত না হলেও গোটা ঘটনার পরিকল্পনা এবং পরবর্তীতে তথ্য প্রমাণ লোপাটে এদের ভূমিকা খতিয়ে দেখতেই হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন আছে। যেভাবে দেহ উদ্ধার থেকে ময়নাতদন্ত পর্যন্ত কেস ডাইরিতে টাইমলাইন উল্লেখ করা আছে, সেখানেই রহস্যজনক ভুল খুঁজে পেয়েছেন সিবিআই আধিকারিকরা। আগামী মঙ্গলবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মুখবন্ধ খামে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে তদন্তকারী সংস্থা, সেখানে গোটা বিষয়টির উল্লেখ থাকবে বলে মনে করা হচ্ছে।

ঠিক কোথায় সিবিআইয়ের সন্দেহ?

চিকিৎসক-পড়ুয়ার খুন, ধর্ষণের ঘটনায় নমুনা সংগ্রহ এবং ময়নাতদন্তের প্রক্রিয়ার ‘খামতি’ নিয়ে আগেই নিজেদের পর্যবেক্ষণ সুপ্রিম আদালতে স্পষ্ট করেছে সিবিআই। এ বার কলকাতা পুলিশের তদন্তকারীদের লেখা কেস ডায়েরির পাতাতেও কিছু ‘অদ্ভুত ধরণের ভুল’ দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁদের মতে, এই গোটা ঘটনা কলকাতা পুলিশের সিটের (SIT) সদস্যদের নজরদারিতে ঘটেছে বলে বিশ্বাস করা শক্ত। বেশ কিছু তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় শনিবার গভীর রাতে কলকাতা পুলিশের (Kolkata Police) এক শীর্ষ কর্তাকে ভিডিয়ো কনফারেন্সিংয়ে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। যদিও এই নিয়ে মিডিয়ার সামনে বা পাবলিক ডোমেনে কিছু জানাতে নারাজ কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গলবার শীর্ষ আদালতে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টে এই বিষয়টার কতটা উল্লেখ থাকে এবং তা নিয়ে ডিভিশন বেঞ্চের পদক্ষেপ কী হয় সেদিকে নজর থাকবে।


spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...